অনাব শফিক একজন ব্যাংকার। তিনি যে ব্যাংকে কর্মরত আছেন, সেই ব্যাংক আমানতকারীকে কম সুদ দেয় এবং ঋণ গ্রহণকারীর নিকট থেকে বেশি সুদ আদায় করে।
জনাব শফিকের ব্যাংকের মূল লক্ষ্য কী?
বাংলাদেশের অসীম বিহিত অর্থ হলো-
i. ১০ টাকা
ii. ২০ টাকা
iii. ৫ টাকার ধাতব মুদ্রা
নিচের কোনটি সঠিক?
সসীম বিহিত মুদ্রার বৈশিষ্ট্য হলো-
i. এটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায়
ii. এটি ধাতু দিয়ে গঠিত
iii. এটি রূপান্তরযোগ্য
দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা হলো-
i. সায়ের অসুবিধা
ii. অভাবের অমিল
iii. মূল্য পরিমাপে অসুবিধা
দেশের অর্থনীতিতে উক্ত ব্যাংকের অবদান-
i. ঋণ নিয়ন্ত্রণ করা
ii. সায় বৃদ্ধি করা
iii. বিনিময় হার ঠিক রাখা