মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখাপড়ার খরচ হিসাবে ব্যয় করছে।
রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?
GNI গণনার ক্ষেত্রে বিবেচনা করা হয়—
i. চূড়ান্ত দ্রব্য
ii. চূড়ান্ত সেবা
iii. মূলধনের ব্যবহারজনিত ব্যয়
নিচের কোনটি সঠিক?
তুলা থেকে সুতা উৎপাদন করলে তুলার দাম জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়। কারণ-
i. দ্বৈত গণনা সমস্যা হবে
ii. প্রকৃত জাতীয় আয়ের চেয়ে প্রাপ্ত জাতীয় আয় বেশি হবে
iii. মধ্যবর্তী দ্রব্যের দাম চূড়ান্ত দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে
GDP গণনার ক্ষেত্রে-
i. দ্রব্যের দাম হ্রাস-বৃদ্ধিজনিত প্রভাব বিবেচনা করা হয় না
ii. হস্তান্তর পাওনা অন্তর্ভুক্ত হয় না
iii. শেয়ার, প্রাইজবন্ড অন্তর্ভুক্ত হয় না
জাতীয় আয় পরিমাপ করা যায় মূলত-
i. উৎপাদন পদ্ধতি
ii. আয় পদ্ধতি
iii. ব্যয় পদ্ধতি
জাতীয় আয় পরিমাপে খানিকটা পার্থক্য হওয়ার কারণ—
i. হিসাবে ত্রুটিবিচ্যুতি
ii. গণনায় ত্রুটিবিচ্যুতি
iii. দ্বৈত গণনার অন্তর্ভুক্তি
মাথাপিছু জিডিপি একটি দেশের—
i. অর্থনৈতিক উন্নয়নের নির্দেশক
ii. জীবনযাত্রার মানের নির্দেশক
iii. উৎপাদনের নির্দেশক
আখ থেকে চিনি উৎপাদন করলে আখের দাম জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হওয়া উচিত নয় ৷ কারণ, এক্ষেত্রে—