কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজারমূল্যের সমষ্টিকে বলে-
উৎপাদনের ভিত্তিতে নিরুপিত আমাদের দেশের মোট দেশজ উৎপাদন (GDP) কতটি খাত নিয়ে গঠিত?
কোনটি হিসাব করার সময় বিদেশে অবস্থিত দেশীয় নাগরিকদের আয় হিসাব করা হয়?
জিডিপিকে মূলত কতভাবে পরিমাপ করা যায়?
বাংলাদেশে শিক্ষাখাতে জিডিপি হিসাব করা হয় -
কোন উপাদানটি GDP গণনার সময় অন্তর্ভুক্ত হয়?
২০০৯ সালে 'ক' দেশের GDP'র পরিমাণ ২২,২৩০ কোটি টাকা এবং মূলধন অবচয়জনিত ব্যয় ২০ কোটি টাকা। ২০০৯ সালে 'ক' দেশের NNP কত টাকা?
বাংলাদেশের শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদন হিসাব করা হয় কোন পদ্ধতিতে?
মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয়কে কী দ্বারা প্রকাশ করা হয়?
উৎপাদন পদ্ধতিতে কোনটি বিবেচনায় আনা হয়?
মোট দেশজ উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারক কোনটি?
মাথাপিছু জিডিপি-এর দ্রুত বৃদ্ধি সম্ভব—
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি GDP গণনায় অন্তর্ভুক্ত হবে?
NNI-এর পূর্ণরূপ কোনটি?
নিচের কোনটি জিডিপি হিসাব বহির্ভূত-
বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (GDP) কয়টি খাত নিয়ে গঠিত?
জাতীয় আয় কয়ভাবে পরিমাপ করা যায়?
ইংল্যান্ডের নাগরিক আলবার্ট সম্প্রতি বাংলাদেশে একটি পোশাক কারখানা স্থাপন করেছেন। তার এই কারখানার আয় বাংলাদেশের অর্থনীতির কোন ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয়?
একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে কী বলে?