বাজার বলতে বোঝায়-
i. একটি নির্দিষ্ট স্থান
ii. একটি পণ্যকে কেন্দ্র করে লেনদেন প্রক্রিয়া
iii. নির্ধারিত দামে দ্রব্য ক্রয় বিক্রয়
নিচের কোনটি সঠিক?
অর্থনীতিতে বাজার ধারণাটি সম্পর্কিত হলো-
ⅰ. চাহিদার সাথে
ii. সময়ের সাথে
iii. যোগানের সাথে
একই পণ্য উৎপাদনকারী ফার্মসমূহের সমন্বয়ে গঠিত হয়-
কোনটির অধীনে অসংখ্য ফার্ম থাকতে পারে?
কোন বাজারে একটি ফার্ম নিয়ে একটি শিল্প?
ফার্মের ভারসাম্য তথা মুনাফা সর্বোচ্চকরণের কয়টি পদ্ধতি প্রচলিত আছে?
একই ব্যবস্থাপনায় উৎপাদনের সকল প্লান্টের সমষ্টিকে কী বলে?
কোনটি সর্বোচ্চকরণের উদ্দেশ্যে ফার্ম ভারসাম্যে পৌছায়?
সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে কী বলে?
শিল্পের দাম ও উৎপাদননীতি কেমন হয়?
মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে হিসাব করার পদ্ধতির নাম কী?
প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয়ের মাধ্যমে মুনাফা হিসাব করার পদ্ধতি কোনটি?
মোট আয় থেকে মোট ব্যয়ের পার্থক্যকে কী বলে?
একটি দ্রব্য উৎপাদনে একই ব্যবস্থাপনায় কতকগুলো ইউনিট বা এককগুলোকে কী বলে?
বিভিন্ন ব্যবস্থাপনার অধীনে একই দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে কী বলে?
সনাতন পদ্ধতিতে মুনাফা সর্বোচ্চকরণের ১ম বা প্রয়োজনীয় শর্ত কোনটি?
স্বল্পকালে ফার্ম অর্জন করতে পারে-
i. স্বাভাবিক মুনাফা
ii. অস্বাভাবিক মুনাফা
iii. ক্ষতি স্বীকার করে উৎপাদন
আধুনিক পদ্ধতিতে মুনাফা সর্বোচ্চকরণের শর্ত হলো-
i. MR = MC
ii. TR > TC
iii. MR রেখার ঢাল < MC রেখার ঢাল
ফার্মের ভারসাম্য বিন্দুতে কয়টি শর্ত পালিত হয়?
ভারসাম্য অর্জনের জন্য প্রয়োজনীয় শর্ত কোনটি?