চিত্রানুযায়ী মোট আয় কত?
চিত্রে E বিন্দুতে-
i. দাম = গড় আয়
ii. দাম = গড় ব্যয়
iii. গড় আয় – গড় ব্যয়
নিচের কোনটি সঠিক?
উদ্দীপক অনুযায়ী ফার্মটি কোন অবস্থায় উৎপাদন করছে-
i. স্বল্পকালে
ii. লোকসান অবস্থায়
iii. সর্বনিম্ন গড় ব্যয়ে
উপরিউক্ত উদ্দীপকে ভারসাম্য বিন্দু কোনটি?
গড় ব্যয় রেখা M বিন্দুতে স্পর্শ করলে-
i. স্বাভাবিক মুনাফা অর্জিত হবে
ii. অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে
iii. মুনাফার ধরন অপরিবর্তিত থাকবে
সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার?
কোন বাজারের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল?
কর আরোপ, ভর্তুকি প্রদান, রেশনিং- এ ধরনের সরকারি প্রভাব নেই কোন বাজারে?
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR = MR হয়, কারণ-
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম (P) রেখা কীরূপ হবে?
কোন বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী হিসেবে বিবেচনা করা হয়?
একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত কী?
কোন বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই?
যে বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা বিদ্যমান সেই বাজারকে কী বলে?
যে বাজারে ক্রেতা একজন ও বিক্রেতা অসংখ্য তাকে কী বাজার বলে?
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে কোনো ফার্ম ভারসাম্য অবস্থায়-
i. অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
ii. স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
iii. ন্যূনতম ক্ষতি স্বীকার করে উৎপাদন করতে পারে
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের ভারসাম্য বিন্দুতে-
i. MR = MC
ii. AR = MR
iii. P> MC
বিক্রেতা নয়, ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে' এমন বাজারকে বলে-
কোন বাজারে AR রেখা নিচের চিত্রের রূপ হয়?
ক্ষতি স্বীকার করেও ফার্ম উৎপাদন করবে যখন-
AVC