সরকার যখন অতিমাত্রায় মুদ্রা ছাপায়, তখন দ্রব্যমূল্য বেড়ে যায়, কারণ—
i. জনগণের হাতে নগদ অর্থ বেড়ে যায়
ii. ব্যাংকের ঋণদান ক্ষমতা কমে যায়
iii. জনগণের ক্রয়ক্ষমতা বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
দ্রব্যসামগ্রীর মূল্য বেড়ে গেলে-
i. মানুষের ক্রয়ক্ষমতা কমে
ii. বেকারত্ব হ্রাস পায়
iii. অর্থের মূল্য বৃদ্ধি পায়
মুদ্রাস্ফীতি ঘটলে -
i. দ্রব্যের দাম বেড়ে যায়
ii. মুদ্রার মান কমে যায়
iii. কর্মসংস্থান বৃদ্ধি পায়
মানুষ অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে কোন অভাবগুলো?
i. অতি প্রয়োজনীয়
ii. প্রয়োজনীয়
iii. বিলাসবহুল
মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য হলো—
i. সম্পদের ব্যক্তিগত ও সরকারি মালিকানা
ii. মুনাফা অর্জন
iii. ভোক্তার স্বাধীনতা
'A' দেশের অর্থব্যবস্থায় উৎপাদন পরিচালিত হয়-
এ অর্থব্যবস্থায়—
i. কেউ বাজারকে প্রভাবিত করতে পারে না
ii. সরকারের উদ্যোগে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে
iii. জাতীয় কল্যাণের জন্য উৎপাদন পরিচালিত হয়
অনুচ্ছেদের অর্থনৈতিক ব্যবস্থাটি নিচের কোনটিকে সমর্থন করে?
যে বিপ্লবের মাধ্যমে সমগ্র ইউরোপে এ অর্থব্যবস্থার সূত্রপাত ঘটে—
হাবিবের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ?
হাবিবের দেশের অর্থব্যবস্থায়—
i. স্বয়ংক্রিয় দামব্যবস্থা বিদ্যমান
ii. সরকারি উদ্যোগে মৌলিক ও ভারি শিল্প পরিচালিত হয়
iii. অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তি উদ্যোগে উৎপাদন ও বণ্টন হয়
আরিফ সাহেবের বসবাসরত দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান?
আরিফ সাহেবের বসবাসরত দেশে সরকারিভাবে উৎপাদন, বণ্টন ও ভোগসংক্রান্ত কার্যাবলি পরিচালিত হওয়ার ফলে....।
i. জনগণের ভোগকে নিয়ন্ত্রণ করা যায়
ii. উৎপাদনক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে
iii. সামাজিক কল্যাণ অগ্রাধিকার পায়
মি. আব্দুর রহমানের ঘোষণার সাথে অর্থনীতির কোন নীতির সাদৃশ্য রয়েছে?
মি. আব্দুর রহমানের উক্ত পদক্ষেপের ফলে-
i. উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে
ii. শ্রমিকদের আর্থসামাজিক উন্নয়ন হবে
iii. দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে
উদ্দীপক-১-এ ঐশীর দেশের প্রচলিত বাজার ব্যবস্থার ব্যতিক্রম ঘটলে কীসের প্রয়োজন হয়?
উদ্দীপক-২-এ প্রচলিত অর্থব্যবস্থায় দারিদ্র্য নির্মূল করার জন্য যা করতে হবে—
i. মুনাফা সর্বোচ্চকরণ
ii. মানুষের কল্যাণে সম্পদের ব্যবহার
iii. সম্পদের সুষম বণ্টন
মি. x তার দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিরাজমান?
মি. Y-এর দেশে বিরাজমান অর্থব্যবস্থায়-
i. নতুন উদ্যোগ নেয়ার সম্ভাবনা কম থাকে
ii. ব্যক্তিগত মুনাফা থাকে না
iii. সমবায় প্রতিষ্ঠান রাষ্ট্রের অধীনে কাজ করে
কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত মুদ্রা ছাপানো অর্থনীতিতে কী নামে পরিচিত?