কোন অর্থব্যবস্থায় ‘সুদবিহীন' আমানতের ব্যবস্থা করা হয়?
কোন মহাদেশে 'বাণিজ্যবাদের প্রসার ঘটে?
কোন অর্থব্যবস্থায় 'সামাজিক স্বার্থ' বিবেচনায় রাখা হয়?
অর্থনীতির মৌলিক নীতিমালা কয়টি?
"An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations" বইটি কে রচনা করেন?
ভূমিবাদীদের মতে উৎপাদনশীল খাত কোনটি?
মুদ্রাস্ফীতি বাড়লে কী পরিলক্ষিত হয় ?
অষ্টাদশ শতাব্দীতে প্রসার ঘটে কোন মতবাদের?
“অর্থনীতি মানবজীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে”- সংজ্ঞাটি কে প্রদান করেন?
সরকার দ্বারা পরিকল্পনা, উৎপাদন ও বণ্টন পরিচালিত হয় -
কে অর্থনীতির অধিকতর গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন?
একটি দেশের মিশ্র অর্থব্যবস্থায় মৌলিক ও ভারী শিল্প পরিচালনা করে-
ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রথম প্রচলন হয় কোথায়?
ভূমিবাদ মতবাদ কারা প্রচার করেন?
সম্পদের দুষ্প্রাপ্যতার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
কোন অর্থনীতিবিদ অর্থনীতির দশটি মৌলিক নীতির ধারণা দেন?
কোন সভ্যতার যুগে ধর্মগ্রন্থে অর্থনীতি বিষয়ে কিছু আলোচনা করা হতো?
কোন অর্থনীতিবিদের অর্থনীতির সংজ্ঞায় মানবকল্যাণের বিষয়টি গুরুত্ব পেয়েছে?
কোন অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা থাকে না?
“অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের ধরন শু কারণ অনুসন্ধান করে।”- উক্তিটি কার?