কোনটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য?
একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম কী ধরনের মুনাফা অর্জন করে?
কোন সময়ে একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজারে ফার্মের ভারসাম্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মত থাকে?
বাংলাদেশে বাস্তবে কোন বাজার লক্ষ করা যায়?.
কোন বাজারে দ্রব্য বিক্রয়ের পরিমাণ বাড়লে বিক্রেতা দাম হ্রাস করে?
একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের চাহিদা রেখার ঢাল একচেটিয়া বাজার থেকে কেমন হয়?
একচেটিয়া বাজারে ভোক্তার উদ্বৃত্ত-
কোন বাজারে বিক্রয় খরচের গুরুত্ব অত্যন্ত কম?
একচেটিয়াতে AR রেখা কেমন হয়?
কোন বাজারে বিক্রয় খরচ বেশি?
কোন বাজারের বিজ্ঞাপন ব্যয় অপরিহার্য?
একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উৎপাদিত দ্রব্য -
i. পৃথকীকরণ করা যায়
ii. রঙ ও আকৃতি ভিন্ন
iii. গুণগত দিক থেকে ভিন্ন
নিচের কোনটি সঠিক?
অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য হলো-
i. দাম ভিন্ন ভিন্ন
ii. ক্রেতা-বিক্রেতার সংখ্যা কম
iii. অধিক বিজ্ঞাপন ব্যয়
কোন বাজারে বিক্রেতার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের যোগান নির্ধারিত হয়?
একচেটিয়া কারবারির উৎপাদনের মূল লক্ষ্য কী?
কোন ফার্ম কম উৎপাদন করে বেশি দামে বিক্রি করতে পারে?
অক্সিজেন কোন বাজারের দ্রব্য?
ববি নিত্য নতুন ডিজাইন দিয়ে নানা রকমের পোশাক তৈরি করে। তারপর সে তার ইচ্ছামতো দাম নির্ধারণ করে। ববি কোন বাজারের পণ্য তৈরি করে?
বাংলাদেশের প্রেক্ষিতে একচেটিয়া বাজার বলা যায় কোনটিকে?
একচেটিয়া বাজারে AR ও MR রেখার ক্ষেত্রে-
i. ডানে নিম্নগামী
ii. AR > MR
iii. AR < MR