পূর্ণপ্রতিযোগিতায় উৎপাদনের কাম্য অবস্থায়-
কোন বাজারের দ্রব্যের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল?
বাজার ভারসাম্যের ক্ষেত্রে পর্যাপ্ত শর্ত কোনটি?
দীর্ঘকালে পূর্ণপ্রতিযোগিতায় ফার্ম কী অর্জন করে?
বিক্রেতার প্রবেশ ও প্রস্থান বাধা থাকে কোন বাজারে?
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে-
ⅰ. চাহিদা পরিপূর্ণ স্থিতিস্থাপক
ii. P = MR রেখা ভূমি অক্ষের সমান্তরাল
iii. AR > MR
নিচের কোনটি সঠিক?
পূর্ণ প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য হলো-
i. শূন্য পরিবহণ ব্যয়
ii. বিজ্ঞাপন ব্যয় নেই
iii. বাজারে প্রবেশ ও বাহির হওয়া সহজ
সমজাতীয় দ্রব্য বলতে বোঝায়-
i. দ্রব্যের গঠন ও গুণগত দিক থেকে অভিন্ন
ii. দ্রব্যের একক হলো পূর্ণ পরিবর্তক
iii. পণ্যগুলো পৃথকীকরণ সম্ভব
পূর্ণ প্রতিযোগিতার বাজারে এক পণ্য অন্য পণ্য থেকে পৃথক করা যায় না। কারণ-
i. গুণগত দিক একই
ii. পরিমাণগত দিক একই
iii. সব পণ্য দেখতে একই রকম
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বাধীনতা থাকে-
i. অবাধ প্রবেশে
ii. মূল্য নির্ধারণে
iii. উৎপাদনের পরিমাণ নির্ধারণে
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে কোনো ফার্ম ভারসাম্য অবস্থায়-
i. অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
ii. স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
iii. ন্যূনতম ক্ষতি স্বীকার করে উৎপাদন করতে পারে
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের ভারসাম্য বিন্দুতে-
i. MR = MC
ii. AR = MR
iii. P.> MC
পূর্ণ প্রতিযোগিতার বাজারে সমজাতীয় দ্রব্যের মূল্যকে প্রভাবিত করতে পারে না-
i. বাজার কমিটি
ii. একজন ক্রেতা বা বিক্রেতা
iii. কয়েকজন ক্রেতা বা বিক্রেতা
কোন বাজারকে 'দাম সৃষ্টিকারী' বলা হয়?
কোন বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী হিসেবে বিবেচনা করা হয়?
একচেটিয়া বাজারে AR রেখার অবস্থান হবে MR রেখার-
কোন বাজারে কোনো পরিবর্তক দ্রব্য থাকে না?
অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনটি?
বিক্রেতার অবাধ প্রবেশ প্রস্থানের সুযোগ থাকে না কোন ধরনের বাজারে?
একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত কী?