স্বল্পতার সমস্যা কোন রেখার মাধ্যমে সমাধান করা যায়?
উৎপাদন সম্ভাবনা রেখার উপরিস্থিত বিন্দু কী নির্দেশ করে?
কীভাবে উৎপাদন করা হবে- বিষয়টি কোন রেখার মাধ্যমে প্রকাশ করা যায়?
উৎপাদন সম্ভাবনা রেখার ঢালের বিভিন্ন মানের ওপর ভিত্তি করে সুযোগ ব্যয়কে কয় ভাগে ভাগ করা যায়?
সাধারণ উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি কী রূপ?
উৎপাদন সম্ভাবনা রেখা অর্থনীতির কোন সমস্যার ব্যাখ্যা দেয়?
ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় রেখার আকৃতি কীরূপ হয়?
ক্রমবর্ধমান সুযোগ ব্যয় রেখার আকৃতি কীরূপ হয়?
স্থির সুযোগ ব্যয় রেখার আকৃতি কীরূপ হয়?
সমাজের সম্ভাব্য বিকল্প পছন্দসমূহের তালিকা প্রকাশ করে কোন রেখা?
একটি জিনিস পাওয়ার জন্য অন্য একটি জিনিস ত্যাগ করতে হয় অর্থনীতির ভাষায় একে কী বলে?
উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দু কী নির্দেশ করে?
উৎপাদন সম্ভাবনা রেখা কয়টি পণ্যের সর্বাধিক পরিমাণ উৎপাদননিয়ে আলোচনা করে?
তারেক তার সীমাবদ্ধ সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের সংমিশ্রণে পণ্য উৎপাদন করে। অর্থনীতিতে এটি কী দ্বারা প্রকাশ করা হয়?
একটি কলম ও একটি পেন্সিল কেনার জন্য মিনার কাছে ১০ টাকা আছে। কিন্তু সে ১০ টাকা দিয়ে একটি কলম ও একটি পেন্সিল না।ত কিনে দুটি কলম কিনল। অর্থনীতির ভাষায় একে কী বলা হয়?
উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কোন ব্যয়টি ব্যাখ্যা করা যায়?
সুযোগ ব্যয় হতে হলে-
i. একটিমাত্র দ্রব্য থাকতে হবে
ii. দুটি দ্রব্য বিবেচনা করতে হবে
iii. একটি পেতে হলে অন্যটিকে ত্যাগ করতে হবে
নিচের কোনটি সঠিক?
কোথাও, কখনো সুযোগ ব্যয় ধারণাটি প্রযোজ্য হতে হলে-
i. দুটি দ্রব্য থাকতে হবে
ii. তিনটি দ্রব্য থাকতে হবে
iii. একটি পেতে গেলে অন্যটি ত্যাগ করতে হবে
প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি?
তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করেছেন কে?