অর্থনৈতিক সমস্যা হচ্ছে-
i. উৎপাদন, বণ্টন ও ভোগ
ii. দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ
iii. উৎপাদন কৌশল নির্বাচন
নিচের কোনটি সঠিক?
অধ্যাপক এল, রবিন্সের সংজ্ঞা বিশ্লেষণ করলে পাওয়া যায়-
i. অসীম অভাব
ii. সীমিত সম্পদ
iii. সম্পদের পূর্ণ ব্যবহার
অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রথম কর্মপর্যায় হলো-
i. দ্রব্য উৎপাদন
ii. সেবা উৎপাদন
iii. ভোগ করা
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি যথাক্রমে-
i. গ্রিক শব্দ Mikros ও Makros হতে উদ্ভব হয়েছে
ii. অর্থনীতির বৃহৎ ও ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে
iii. অর্থনীতির আংশিক ও পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করে
মানবজীবনে অসীম অভাব সমস্যাটি সমাধানের জন্য প্রয়োজন হলো-
i. সম্পদের উৎপাদন বৃদ্ধি
ii . গুরুত্ব অনুযায়ী অভাবের নির্বাচন
iii. সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা