জামাল সাহেব আগে অল্প টাকা দিয়েই প্রয়োজনীয় বাজার করতে পারতেন। কিন্তু বর্তমানে ব্যাগ ভর্তি টাকা দিয়েও পকেট ভর্তি বাজার হয় না। অর্থনীতিতে এ ধরনের সমস্যাকে কী বলে?
মুদ্রাস্ফীতির উদাহরণ কোনটি?
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে বলে?
যখন অধিক পরিমাণ অর্থ ও স্বল্প পরিমাণ দ্রব্যের পেছনে ধাবিত হয়, তখন সৃষ্ট পরিস্থিতি হলো-
মনে কর, ২০১৫ সালে কিছু পণ্যের দাম ১৫ টাকা এবং ২০১৬ সালে এসবের দাম ২৫ টাকা। মুদ্রাস্ফীতির হার কত?
DCI কোথায় ব্যবহূত হয়?
উৎপাদকের মূল্যসূচক পরিমাপের কয়টি সূত্র রয়েছে?
মুদ্রাস্ফীতি পরিমাপ করার জন্য কোনটির ব্যবহার বেশি লক্ষ করা যায়?
কোনটি পাইকারি মূল্যসূচক?
CPI কোথায় ব্যবহূত হয়?
ভোক্তার মূল্যসূচক মুদ্রাস্ফীতির হার কত ভাবে বিবেচনা করা যায়?
উৎপাদকের মূল্য সূচক পদ্ধতিটি কত সাল থেকে ব্যবহৃত হচ্ছে?
মৃদু মুদ্রাস্ফীতির হার কত?
ভিত্তি বছরের গড় মূল্য কত হয়?
পণ্য সরবরাহের থেকে সম্ভাব্য ব্যয় ভিত্তি বছরের চেয়ে বেশি হলে সেই বাড়তি ব্যয়কে কী বলে?
ভোক্তার মূল্যসূচক শতকরা যে হারে বৃদ্ধি পায় তাকে কী বলে?
মুদ্রাস্ফীতি পরিমাপ করার জন্য কোনটি বেশি ব্যবহূত হয়?
উৎপাদনে ব্যবহূত উপকরণসমূহের ব্যয় পরিমাপ করে কোনটি নির্ণয় করা যায়?
সাধারণত মুদ্রাস্ফীতি পরিমাপ করা হয় কোন ভিত্তিতে?
সূচক সংখ্যা বৃদ্ধি পেলে কোনটি বৃদ্ধি পায়?