জামাল সাহেব আগে অল্প টাকা দিয়েই প্রয়োজনীয় বাজার করতে পারতেন। কিন্তু বর্তমানে ব্যাগ ভর্তি টাকা দিয়েও পকেট ভর্তি বাজার হয় না। অর্থনীতিতে এ ধরনের সমস্যাকে কী বলে?
ঈদ উপলক্ষে মি. রহিম নরসিংদী থেকে কাপড় কিনে এনে ঢাকায় বিক্রি করেন। এখানে কোন জাতীয় বাজার নির্দেশ করে?