সরকারের কোন বিভাগের অধীনে 'মাদার্স ক্লাব' গঠনের মাধ্যমে জনসংখ্যা বিষয়ক শিক্ষা ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে?
কার নেতৃত্বে জাতীয় জনসংখ্যা নিয়ন্ত্রণ পরিষদ গঠন করা হয়েছে?
পুষ্টির অভাবে সিটি কর্পোরেশনের বস্তি এলাকায় ৫ বছরের নিচে কম ওজনের শিশুর হার কত?
জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় হলো-
i. পরিকল্পিত পরিবার গঠন
ii. শিক্ষার প্রসার
iii. অধিক সন্তান জন্মে উৎসাহ প্রদান
নিচের কোনটি সঠিক?
দরিদ্র ও হতদরিদ্রদের জন্য বাস্তবায়নাধীন কর্মসূচি হলো-
i. ঘরে ফেরা
ii. আশ্রয়ণ
iii. গৃহায়ন
মংলা ও মৌসুমি দারিয়া নিরসনে বাংলাদেশ সরকারের পৃষ্ঠীত পদক্ষেপ হলো-
i. ৮০ দিনের কর্মসংস্থান প্রকল্প
ii. ১০০ দিনের কমসংস্থান কর্মসূচি
iii. ২০০ দিনের কর্মসংস্থান কমলুচি
কোন সালে 'জাতীয় শিশু নীতিমালা' গৃহীত হয়েছে?
কোন সাল হতে ১০০% নতুন বই জানুয়ারি প্রথম সপ্তাহে সারা দেশে বিতরণ করছে?
অর্থনীতিবিদ মিরড্যাল মানব সমাজ উন্নয়নের কয়টি উপাদানের কথা উল্লেখ করেন?
গতিশীল ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে নিচের কোনটি প্রয়োজন?
দক্ষ মানুষকে কী বলে?
মানবসম্পদ উন্নয়নের মৌলিক সূচক কয়টি?
মানবসম্পদ উন্নয়ন বলতে কোনটিকে বোঝায়?
মানবসম্পদ বলতে কী বোঝায়?
জনসংখ্যাকে কোনটিতে রূপান্তর করতে পারলে তা দেশের জন্য সম্পদ হবে?
'ঘরে ফেরা' কর্মসূচির আওতায় কোন শ্রেণির মানুষ উপকৃত হচ্ছে?
কোন ব্যাংকের বাস্তবায়নে 'ঘরে ফেরা' কর্মসূচি গ্রহণ করা হয়েছে?
নারী উন্নয়নের ক্ষেত্রে সর্বপ্রথম কোন দিক দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলা প্রয়োজন?
একটি দেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধ্যি পায় কখন?.
বিখ্যাত অর্থনীতিবিদ গুনার মিরভাল মানবসম্পদ উন্নয়নে নিম্নরূপ উপাদানের কথা উল্লেখ করেন-
ⅰ. খাদ্য ও পুষ্টি, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষা
ii. গণসংযোগ মাধ্যম, শক্তিভোগ ও পরিবহণ-
iii. সরকারি চাকরি, ব্যবসায় ও স্বকর্মসংস্থান