কাম্য জনসংখ্যার কল্যাণভিত্তিক সংজ্ঞা দিয়েছেন কে?
ডাল্টনের সূত্র অনুসারে, M-এর মান ধনাত্মক হলে একটি দেশের জনসংখ্যা কোন প্রকৃতি নির্দেশ করে?
কাম্য জনসংখ্যা তত্ত্বটি কোন ধরনের অর্থনীতির জন্য প্রযোজ্য?
কাম্য জনসংখ্যা তত্ত্বের মূল কথা কী?
১৯৬১ সাল হতে ১৯৭৪ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যার গড়পড়তা বৃদ্ধির হার কত ছিল?
বর্তমানে বাংলাদেশের শতকরা কত ভাগ কৃষকই ভূমিহীন?
বাংলাদেশে মাথাপিছু আবাদি জমির পরিমাণ কত একর?
বাংলাদেশের কাম্য জনসংখ্যা এবং বর্তমান জনসংখ্যা যথাক্রমে ৬ কোটি এবং ১৬ কোটি। তবে অসামঞ্জস্যের পরিমাণ কত?
জনসংখ্যা বৃদ্ধির হার প্রতিরোধ করার জন্য কোন সাল থেকে পরিবার পরিকল্পনা কর্মসূচি সফলভাবে কার্যক্রম শুরু করে?
ম্যালথাস তার তত্ত্বে জনসংখ্যার কোন দিকটির প্রতি অধিক গুরুত্ব দিয়েছেন?
কার জনসংখ্যা তত্ত্বটি গতিশীল?
কাম্য জনসংখ্যা তত্ত্বে কোন দিকটি বিবেচনা করা হয়েছে?
সত্তরের দশকে বাংলাদেশে মাথাপিছু আয় কত ডলার ছিল?
কাম্য জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যার-
i. সংখ্যাগত দিক বিবেচনা করা হয়েছে
ii. গুণগত দিক বিবেচনা করা হয়েছে
iii. পরিমাণগত দিক বিবেচনা করা হয়েছে।
নিচের কোনটি সঠিক?
ম্যালথাসের মতে, প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে- '
i. কৃত্রিম উপায়ে জনসংখ্যা রোধ করা
ii. প্রাকৃতিক দুর্যোগে জনসংখ্যা রোধ করা
iii. স্বেচ্ছাকৃতভাবে জনসংখ্যা রোধ করা
প্রতিরোধমূলক ব্যবস্থার উল্লেখযোগ্য পদ্ধতি হলো-
i. যুদ্ধ
ii. আত্মসংযম
iii. জন্মনিয়ন্ত্রণ
ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে উপেক্ষিত হয়েছে-
i. জনসংখ্যার ঘনত্ব
ii. জনসংখ্যার বৃদ্ধির হার
iii. প্রবৃদ্ধির হার
২০১১ সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী, পুরুষ-নারী অনুপাত কত ছিল?
কোন বয়সের জনসংখ্যাকে অর্থ যোগানদাতা হিসেবে গণ্য করা হয়?
বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল কত?