কোন খাতকে পূর্বে কৃষিখাতের অন্তর্ভুক্ত করা হলেও বর্তমানে তা কৃষিখাত বহির্ভূত ধরা হয়?
বৃক্ষ, বাঁশ, মধু, রাবার কৃষির কোন উপখাতে পড়েছে?
২০১৮-১৯ অর্থবছরে GDP-তে শস্য ও শাকসবজি উপখাতের অবদান কত?
কাঠ, বেত, মোম, মধু, রাবার নিয়ে কোন উপখাতটি গঠিত?
২০১৮-১৯ অর্থবছরের GDP-তে বনজ সম্পদ উপখাতের অবদান শতকরা কত?
২০১৮-১৯ অর্থবছরে GDP-তে পশুসম্পদ উপখাতের অবদান শতকরা কত ভাগ?
বাংলাদেশের মোট বনভূমির আয়তন কত হেক্টর?
বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ অবদান রাখে-
i. গ্রামীণ পরিবহণে
ii. জ্বালানি সরবরাহে
iii. আমিষ জাতীয় খাদ্যের যোগানে
নিচের কোনটি সঠিক?
কৃষির উপখাতসমূহ হচ্ছে-
i. পশুপালন
ii. শস্য ও শাকসবজি
iii. খনিজ সম্পদ
বাংলাদেশের বন খাতের বড় সাফল্য হলো-
i. দারিদ্র্য বিমোচন
ii. সামাজিক বনায়ন কার্যক্রম
iii. নির্মল ও সবুজ পরিবেশ
কৃষিখাতের অগ্রগতির সাথে প্রত্যক্ষ যোগসূত্র আছে-
i. দারিদ্র্য বিমোচনে
ii. বৈদেশিক মুদ্রা অর্জনে
iii. খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে
কৃষি খামারের অধীনে যে পরিমাণ জমি থাকে, তাকে কী বলে?
একজন কৃষকের নিয়ন্ত্রণে যে পরিমাণ জমিতে কৃষি পণ্য উৎপাদন করা হয় তাকে কী বলে?
উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?
মালিকানার ভিত্তিতে খামার কত প্রকার?
কোন ধরনের জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ বা সমবায় পদ্ধতিতে উৎপাদন কাজ পরিচালনা করা সম্ভব নয়?
প্রান্তিক কৃষকের জমির পরিমাণ কত?
কৃষকেরা স্বেচ্ছায় পরস্পরের জমি একত্রিত করে যে খামার গড়ে তোলে তাকে কী বলে?
চাষাবাদ পদ্ধতির দিক হতে বাংলাদেশে নিচের কোন ধরনের খামার বেশি দেখা যায়?
কোনটি মালিকানার ভিত্তিতে খামার?