প্রাচীনকালে কৃষি উৎপাদন শুরু হয়েছিল এমন দেশগুলো বাণী ঘুরে দেখতে চায়। তাহলে তাকে ভ্রমণ করতে হবে-
i. ইতালিতে
ii. চীনে
iii. তুরস্কে
নিচের কোনটি সঠিক?
উদ্ভিজ্জ পণ্য বলতে বোঝায়-
i. মাঠ ফসলকে
ii. উদ্যান ফসলকে
iii. বনজ সম্পদকে
তাসমিয়ার বাবা এবার লাভের আশায় তাদের জমিতে অর্থকরী ফসল ফলিয়েছেন। তাসমিয়াদের জমিতে উৎপাদিত হয়েছে-
i. আখ
ii. তেলবীজ
iii. পাট
কৃষির উন্নতির ওপরই আমাদের অর্থনৈতিক উন্নয়ন বহুলাংশে নির্ভরশীল কারণ কৃষি-
ⅰ. খাদ্যের যোগান দেয়
ii. রাজস্ব বৃদ্ধি করে
iii. ঋণের সমস্যা দূর করে
২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত ছিল?
বাংলাদেশে কৃষি উপখাত কয়টি?
কোনটি কৃষির সবচেয়ে বড় উপখাত?
কৃষিপণ্য বাজারজাতকরণে সবচেয়ে দুর্বল দিক কোনটি?
বেপারি, ফড়িয়া, মজুতদার, আড়ৎদার এরা কারা?
কোন দেশে ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ ব্যবস্থা প্রচলিত?
বাংলাদেশের কৃষকেরা কৃষিপণ্যের গুণগত মান অনুসারে কী করতে পারে না?
কৃষকেরা কেন মধ্যস্বত্বভোগীদের নিকট কৃষিপণ্য কম দামে বিক্রি করে?
জয় চৌধুরী তার উৎপাদিত পাট, সরিষা ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। জয় চৌধুরীর কাজকে কী বলা যায়?.
বাংলাদেশের কৃষিপণ্য বিপণনের সমস্যাগুলো হচ্ছে-
i. পরিবহন ব্যবস্থার অভাব
ii. সনাতন চাষাবাদ পদ্ধতি
iii. গুদামের অভাব
কৃষিপণ্য বিপণনের সমস্যা হলো-
i. কৃষকের দরিদ্রতা
ii. মধ্যস্বত্বভোগীদের অস্তিত্ব
iii. সরকারের অতিরিক্ত সুযোগ
বাংলাদেশে কৃষি পণ্য বিপণনে সমস্যা হলো-
i. বাজারের বিস্তৃতি
ii. কৃষকের দরিদ্রতা
iii. অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা
মুনাফা অর্জনই কোন খামারের প্রধান উদ্দেশ্য?
বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশে কৃষিপণ্যের বিপণন সমস্যা সমাধানে কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে?
রাষ্ট্রীয় বিপণন ব্যবস্থা পরিচালিত হয় কোন পরিসরে?
কৃষিপণ্যের বিপণন বলতে কী বোঝায়?