কোন অর্থনীতিবিদগণ ভূমির বিকল্প ব্যবহার উল্লেখ করেছেন?
কোন অর্থনীতিবিদ চাহিদা ও যোগান রেখা প্রয়োগ করে খাজনা নির্ধারণ মডেল বিশ্লেষণ করেন?
ভূমির যোগান কিছুটা স্থিতিস্থাপক হয়-
i. নদীতে চর জাগলে
ii. ছাদে চাষাবাদ করলে
iii. ভূমিতে সার ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহারে
নিচের কোনটি সঠিক?
খাজনার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে জমির যোগান-
i. পরিবর্তন করা যায় না
ii. পরিবর্তন করা যায়
iii. ব্যক্তির জন্য জমির যোগান রেখা স্থিতিস্থাপক
স্বল্পকালে সম্পূর্ণ অস্থিতিস্থাপক-
1. যন্ত্রপাতি
Ⅱ. বাড়িঘর
III. মূল্যবান বস্তু
খাজনা দামে অন্তর্ভুক্ত হবে কি না তা বিশ্লেষণ করা যায়-
1. সামগ্রিক দৃষ্টিকোণ থেকে
ii. ব্যয়ের দৃষ্টিকোণ থেকে
iii. ব্যক্তির দৃষ্টিকোণ থেকে
সাধারণত খাজনাকে কয় ভাগে ভাগ করা হয়?
নিচের কোনটি অর্থনৈতিক খাজনার সূত্র?
স্বল্পকালে মানুষের তৈরি কোনো বস্তুর যোগান স্থির অবস্থায় চাহিদা বৃদ্ধিতে যে বাড়তি দাম পাওয়া যায় তাকে কী বলে?
'নিম খাজনা হলো মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয়ের বিয়োগফল'- সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদের?
নিম খাজনা ধারণা কোন অর্থনীতিবিদ প্রবর্তন করেন?
কেবল ভূমি ব্যবহারের জন্য কোন খাজনা দেওয়া হয়?
নিম খাজনা বের করার সূত্র কোনটি?
সীমাবদ্ধ যোগানবিশিষ্ট জমি, বাড়ি বা অন্য কোনো সম্পদ ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ প্রদান করা হয় তাকে কী বলে?
একজন ব্যক্তির মোট খাজনা ১০০ টাকা, এর মধ্যে মজুরি ২০, সুদ ২০, কর ২০ এবং মুনাফা ২০ টাকা থাকে, তবে নিট খাজনা কত?
কোন খাজনা হিসাব করা সহজ?
কোন খাজনা হিসাব করার সময় জটিলতা থাকতে পারে?
'অর্থনৈতিক বাজনার' সাথে নিচের কোনটি সম্পর্কিত?
কোন ধরনের খাজনাকে 'অর্থনৈতিক খাজনা' বলে?
নিম খাজনা বের করার সূত্র হলো-
1. মোট আয় - মোট পরিবর্তনীয় ব্যয়
ii. গড় আয় – গড় পরিবর্তন ব্যয়
iii. মোট আয় – মোট ব্যয়