রহিম তার বাড়ি জলিলের কাছে ৫,০০০ টাকায় ভাড়া দিল। সাধারণত ভাড়া দেওয়ার সাথে মিল রয়েছে-
i. উৎপাদনের
ii. খাজনার
iii. ব্যবহারমূল্যের
নিচের কোনটি সঠিক?
খাজনা মূলত-
i. ভূমি ব্যবহারের মূল্য
ii. ভূমি থেকে উৎপাদনের একটি অংশ
iii. ভূমির মালিককে দেওয়া অর্থ
বিশুদ্ধ খাজনা বা অর্থনৈতিক খাজনা হলো-
i. উৎপাদনশীল উপকরণের প্রদেয় দাম
ii. ভূমি থেকে আয়
iii. প্রকৃতির দান
উপকরণের দৃষ্টিকোণ থেকে খাজনাকে কয়ভাগে ভাগ করা যায়?
আয়ের দৃষ্টিকোণ থেকে খাৰ্জনাকে কয়ভাগে ভাগ করা যায়?
চুক্তিবদ্ধ খাজনার অপর নাম কী?
কোন জমির উদ্বৃত্ত আয় কম থাকে?
কোনটির বিকল্প ব্যবহারের জন্য খাজনার উদ্ভব হয়?
একটি উপকরণের সুযোগ ব্যয় ও প্রকৃত আয়ের ব্যবধানের ফলে কোন ধরনের খাজনা সৃষ্টি হয়?
প্রকৃতির বদান্যতার কারণে খাজনার উদ্ভব হয়'- এটি কাদের ধারণা?
জমির যোগান স্থির ও জনসংখ্যা বৃদ্ধির দরুন কোন খাজনার উদ্ভব হয়?
যে কোনো উপকরণের যোগান দাম যদি সাময়িকভাবে স্থির থাকে তাহলে তার আয়কে কীরূপ খাজনা বলে?
ভূমির মালিককে কেন খাজনা দিতে হয়?
রহিম তার বাড়িটি খলিলের নিকট ৮,০০০ টাকায় ভাড়া দিল। রহিমের এই ৮,০০০ টাকাকে অর্থনীতিতে কী হিসেবে গণ্য করবে?
ভূমিতে ক্রমাগত বেশি পরিমাণে শ্রম ও মূলধন নিয়োগ করলে কোনটি হ্রাস পায়?
উপকরণের দিক থেকে খাজনা হলো-
i. অর্থনৈতিক খাজনা
ii. নিম খাজনা
iii. বিশুদ্ধ অর্থনৈতিক খাজনা
খাজনা সৃষ্টি হতে পারে-
i. খনি থেকে
ii. মৎস্যক্ষেত্র থেকে
iii. প্রাকৃতিক সম্পদ থেকে
আয়ের দৃষ্টিকোণ থেকে খাজনা হলো-
i. মোট খাজনা
ii. নিট খাজনা
iii. নিম খাজনা
যে জমিতে উৎপাদিত ফসলের পরিমাণ ও খরচ সমান হয় তাকে কোন জমি বলে?
'Rent does not enter into price' কার বক্তব্য?