জ্ঞাতি সদস্যদের প্রত্যেককে আলাদাভাবে ডাকার পদ্ধতিকে কী বলে আখ্যায়িত করা হয়?
মর্গানের মতে, কার বর্ণিত আদর্শ পরিবার হলো কনস্যাংগুইন পরিবারের দার্শনিক অভিব্যক্তি?
'পলিজিনি' শব্দের অর্থ কী?
'Ancient Society' গ্রন্থের লেখক কে?
কোন বিপ্লব সাবেকী পারিবারিক কাঠামোর ক্ষেত্রে ব্যাপক বিপর্যয় বয়ে নিয়ে এসেছে?
আধুনিক একক পরিবারের ইঙ্গিত দেয় কোন পরিবার?
শিল্পায়ন ও নগরায়ণের ফলে কোন ধরনের পরিবার গড়ে ওঠে?
'History of Human Marriage' গ্রন্থটির লেখক কে?
'সামাজিক প্রতিষ্ঠান হলো কতকগুলো রীতি বা প্রথা। এগুলো ধীরে ধীরে সুসংবদ্ধ রূপ ধারণ করে এবং সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়'- উক্তিটি কার?
একটি মানব শিশুর জন্য পরিবার খুবই গুরুত্বপূর্ণ কারণ-
i. শিশুর মূল্যবোধ শিক্ষা দেয়
ii. সমাজের প্রথা ও আচরণ শিক্ষা দেয়
iii. একটি আনুষ্ঠানিক শিক্ষা কেন্দ্র
নিচের কোনটি সঠিক?
লুইস হেনরি মর্গান বর্ণিত পরিবারের বিভিন্ন স্তরের ক্রমবিবর্তনের অন্তর্ভুক্ত-
i. কনস্যাংগুইন পরিবার
ii. পুনালুয়ান পরিবার
iii. সিনডিয়াসমিয়ান পরিবার
সন্তান জন্মদান পরিবারের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত?
আমাদের সমাজে প্রধানত কোন বিবাহ রীতির প্রচলন রয়েছে?
মানব সমাজে পরিবার গঠনের পূর্বশর্ত বা মাধ্যম কী?
নরনারী একত্রে বসবাস করার বৈধতা অর্জন করে কীভাবে?
আধুনিক গণতান্ত্রিক সমাজে শিক্ষিত পরিবারগুলোকে কারা সমতাভিত্তিক পরিবার বলে আখ্যায়িত করেছেন?
বিবাহের অন্যতম বৈশিষ্ট্য হলো-
i. সমাজব্যবস্থাকে টিকিয়ে রাখতে সহায়তা করে
ii. সমাজব্যবস্থাকে স্বাভাবিক রাখে
iii. সমাজের স্থায়িত্ব রক্ষা করে
সমাজজীবনের মূলকেন্দ্র হলো পরিবার। কেননা পরিবারে-
i. হৃদয়বৃত্তির প্রকাশ ঘটে
ii. মানসিক যাতনার উপশম হয়
iii. যৌনক্ষুধা নিবৃত্ত হয়
বর্তমান বিশ্বে পরিবার হলো-
i. সমাজের অকৃত্রিম একক
ii. মৌলিক সামাজিক একক
iii. রাজনৈতিক একক
'বিবাহ হলো সন্তান উৎপাদন ও লালন-পালনের একটি চুক্তি মাত্র'- এই সংজ্ঞাটি কে দিয়েছেন?