'জ্ঞাতিসম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি'- জ্ঞাতিসম্পর্ক সম্পর্কে কে এ ধারণা পোষণ করতেন?
'জ্ঞাতিসম্পর্ক বলতে কেবল আত্মীয়-স্বজন বা জ্ঞাতি জনের মধ্যকার সম্পর্ককে বোঝায়'- উক্তিটি কার?
সমাজ সংগঠনের মূল প্রতিপাদ্য বিষয় কোনটি?
রক্ত বা বৈবাহিক সূত্রে আবদ্ধ নয় এমন ব্যক্তিদের সঙ্গেও আমরা রক্ত ও বৈবাহিক জ্ঞাতিদের মতই আচরণ করি। এটি কোন ধরনের বন্ধন?
কাদের সাথে ব্যক্তি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত?
যারা বৈবাহিক সূত্রে সম্পর্কযুক্ত তাদেরকে বলা হয়-
i. Affinal kin
ii. Affines kin
iil. Consanguineal kin
নিচের কোনটি সঠিক?
সামাজিক সম্পর্ক নির্ণয়ে প্রধান ভূমিকা পালন করে-
i. রক্তের সম্পর্ক
ii. সম্প্রদায়গত সম্পর্ক
iii. বৈবাহিক বন্ধন
Consanguinity শব্দের অর্থ কোনটি?
কোনো সমাজ কোন অর্থে জ্ঞাতিত্ব বোধহীন হতে পারে?
জৈবিক বা রক্তসম্পর্কীয় জ্ঞাতিসম্পর্ক কয় ধরনের?
নানা, মামা, দাদা, চাচা কোন জ্ঞাতি সম্পর্কের উদাহরণ?
রক্তের বন্ধনভিত্তিক সম্পর্ককে কোন ধরনের জ্ঞাতিসম্পর্ক বলা হয়?
নৃবিজ্ঞানী মর্গান জ্ঞাতিসম্পর্কের রীতি বা প্রথাকে কয় ভাগে বিভক্ত করেন?
রক্ত বা বৈবাহিক সূত্রে সম্পর্কিত নয় এমন সম্পর্ককে কোন ধরনের জ্ঞাতিসম্পর্ক বলা হয়?
বর্ণনামূলক জ্ঞাতিসম্পর্ক কোন জ্ঞাতিসম্পর্কের অন্তর্ভুক্ত?
একজন মহিলা বা পুরুষ তাদের শ্বশুর-শাশুড়ির সাথে কীভাবে সম্পর্কযুক্ত?
পাড়া-প্রতিবেশী, চেনা-পরিচিত, নিজ ধর্ম বা আদর্শের ব্যক্তিদের সাথে গড়ে ওঠা সম্পর্ককে কী বলে?
মামা, খালা প্রমুখের পরিবারের ব্যক্তিবর্গের সাথে ব্যক্তির সম্পর্ককে কী বলে?
একক বিবাহভিত্তিক পরিবার উদ্ভবের সাথে সাথে কোন ধরনের জ্ঞাতিসম্পর্ক প্রথা চালু হয়?
কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক হলো-
i. সামাজিক সম্পর্ক
ii. বর্ণনামূলক সম্পর্ক
iii. ধর্মীয় সম্পর্ক