রক্ত সম্পর্কীয় জ্ঞাতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে-
i. মাতৃসূত্রীয় জ্ঞাতি সম্পর্ক
ii. সগোত্রসূচক জ্ঞাতি সম্পর্ক
iii. পিতৃসূত্রীয় জ্ঞাতি সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
জৈবিক জ্ঞাতির উদাহরণ কোনটি?
প্রথাগত জ্ঞাতির উদাহরণ কোনটি?
'বউ-শাশুড়ি' সম্পর্ক কী ধরনের জ্ঞাতিসম্পর্ক?
কোন সমাজে জ্ঞাতিসম্পর্কের রীতিনীতি কঠোরভাবে মানা হয়?
অত্যধিক জ্ঞাতিবোধ কোন ব্যবস্থার প্রতিকূল?
উন্নয়নশীল দেশের আমলাতন্ত্র নতি স্বীকার করে কার কাছে?
নির্বাচনের সময় জ্ঞাতিসম্পর্কের বন্ধন সহায়ক বলে বিবেচিত হয় কেন?
প্রাচীন কিংবা আধুনিক প্রায় সব সমাজেই সমাজকাঠামোর অন্যতম মূলভিত্তি কোনটি?
কোন ব্যবস্থায় কোনো কর্মকর্তাকে নিরপেক্ষভাবে সরকারি নীতি অনুযায়ী কাজকর্ম করতে হয়?
কোনটির গুরুত্ব বোঝাতে বলা হয়ে থাকে 'পানির চেয়ে রক্তের ঘনত্ব বেশি'?
মানব ইতিহাসের বেশির ভাগ সময় কেটেছে কোন সমাজব্যবস্থায়?
পারিবারিক ও সামাজিক জীবনে কোন সম্পর্কের গুরুত্ব অত্যধিক?
জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে কেন?
জ্ঞাতিসম্পর্কের সূত্র ধরে জ্ঞাতিকে অন্যায় জেনেও অন্ধ সমর্থন দেয় যেসব সমাজ তার বৈশিষ্ট্য হলো-
i. কম যুক্তিনির্ভর
ii. খুব কম নৈর্ব্যক্তিক আইন দ্বারা পরিচালিত
iii. রাষ্ট্র দ্বারা কমই প্রভাবিত
'Systems of Consanguinity and Affinity of the Human Family' গ্রন্থটির রচয়িতা কে?
'League of Iroquois' গ্রন্থটির রচয়িতা কে?
'মনোগামি সব সময়ই ছিল এবং আছে' উক্তিটি কার?
মর্গান ইরোকোয়াদের মাঝে অনুসন্ধান চালিয়ে কয় ধরনের জ্ঞাতি ব্যবস্থা লক্ষ করেছেন?
The History of Human Marriage' গ্রন্থটি কার?