প্রাচীনকালে সমাজে কী বিরাজ করত?
"সমাজ ক্রমান্বয়ে অসামঞ্জস্য থেকে সামঞ্জস্যতায় এবং জটিলতা থেকে শৃঙ্খলতায় চলে এসেছে"- কার উক্তি?
স্পেন্সার সমাজের বিবর্তন বলতে কোনটিকে নির্দেশ করেছেন?
কার্ল মার্কসের মতে, সমাজ পরিবর্তনের উপাদান হচ্ছে-
i. উৎপাদন ব্যবস্থার উন্নতি
ii. শ্রেণিসম্পর্ক
iii. পুঁজিবাদ
নিচের কোনটি সঠিক?
মার্কস-এর মতে, সমাজব্যবস্থার ধাপ হলো-
i. প্রাচীন যুগ
ii. সামন্ত যুগ
iii. আধুনিক যুগ
লিখন পদ্ধতির আবিষ্কার হয় কোন যুগে?
প্রত্নতাত্ত্বিকগণ মানব সমাজ ও সভ্যতার বিকাশকে কয়টি ভাগে ভাগ করেছেন?
আদিমকাল থেকে কোনটির মাধ্যমে সমাজ নিয়ন্ত্রিত হতো?
হার্বার্ট স্পেন্সার বসতির ভিত্তিতে সমাজকে কয় ভাগে ভাগ করেন?
প্রকৃত প্রস্তাবে পৃথিবীর অধিকাংশ মানুষ এখনো কোন সমাজের অন্তর্ভুক্ত?
সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম কয় ধরনের সমাজের কথা বলেছেন?
মানব সমাজে কৃষি কাজের সূচনা হয় কখন?
'The Rules of Sociological Method' গ্রন্থটি কার?
মার্কসের মতে, শ্রেণিবিভক্ত সমাজের প্রথম ধাপ কোনটি?
মার্কসের মতে কোন সমাজটি ছিল শ্রেণিহীন?
সামন্ত সমাজে জমির মালিক ছিল কে?
“ভূমিদাসরা ভূস্বামী প্রদত্ত জমিতে চাষবাস করত”- উক্তিটি কোন সমাজের ক্ষেত্রে প্রযোজ্য?
কার্ল মার্কস কয় ধরনের সমাজের কথা বলেছেন?
শিল্প সমাজে-
i. ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান ছিল
ii. নেতিবাচক কাজের ওপর নিয়ন্ত্রণ ছিল না
iii. সহযোগিতামূলক অবস্থা বিদ্যমান ছিল