সৈয়দপুর গ্রামের মানুষদের নিয়ে একটি সমাজ গড়ে উঠেছে। এ সমাজের ক্ষেত্রে কোনটি বলা যাবে?
Fundamentals of Sociology' গ্রন্থটির রচয়িতা কে?
সমাজের সদস্যরা পরস্পর-
i. নির্ভরশীল
ii. সম্পর্কসূত্রে আবদ্ধ
iii. স্বাধীন ও মুক্ত
নিচের কোনটি সঠিক?
সমাজের অভ্যন্তরে বিদ্যমান-
i. অস্থিতিশীলতা
ii. দ্বন্দ্ব
iii. সহযোগিতা
ম্যাকাইভারের মতে, সমাজ বলতে বোঝায় পারস্পরিক-
i. সংঘাত
ii. নির্ভরশীলতা
সমাজের রূপ ফুটে ওঠে তার-অনুধাবন
i. গড়নের মধ্যে
ii. কাঠামোর মধ্যে
iii. অবকাঠামোর মধ্যে
সমাজ যে ধরনের সংগঠন-
যখন একাধিক ব্যাক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবন্ধ হয়ে বসবাস করে তখন তাকে কী বলে?
সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-
কার মতে, প্রত্যেকটি সমাজ হলো এক একটি জীব দেহের মতো?
সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি?
মানুষ কার চাহিদা অনুসারে জীবন গঠনের চেষ্টা করে?
ম্যাকাইভার ও পেজ কর্তৃক রচিত গ্রন্থ কোনটি?
সমাজ সর্বদা কীরূপ?
সমাজের সাথে মানুষের সম্পর্ক কেমন?
সাধারণ যে বৈশিষ্ট্য থাকলে যেকোনো জনসমষ্টিকে সমাজ বলা যায়-
i. বহুলোক সংঘবদ্ধ হলে
ii. সংঘবদ্ধতার পিছনে উদ্দেশ্য থাকলে
iii. প্রতিযোগিতা থাকলে
সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো-
i. বহুলোকের সংঘবদ্ধ বসবাস
ii. প্রত্যেকে প্রত্যেকের মঙ্গল কামনা
iii. উদ্দেশ্যমূলক সংঘবদ্ধতা
সমাজের মৌল কাঠামোর অন্তর্ভুক্ত-
i. উৎপাদন সম্পর্ক
ii. উৎপাদন পদ্ধতি
iii. উৎপাদন শক্তি
রাশিয়ান সমাজবিজ্ঞানী কোভালেভস্কির মতানুযায়ী সবচেয়ে আদিম সমাজের ধরন কীরূপ ছিল?
ইতালিয়ান চিন্তাবিদ ভিকো ঐতিহাসিক বিবর্তনের দৃষ্টিকোণ থেকে সমাজকে কয় ভাগে ভাগ করেছেন?