সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে?
বিবর্তন অর্থ কী?
সমাজ তিনটি স্তর ভেদ করে পূর্ণাঙ্গ রূপ নিয়েছে- এ মতবাদটি কার?
অগাস্ট কোঁৎ সমাজের তিনটি স্তরের কথা কোন গ্রন্থে উল্লেখ করেছেন?
মানুষের জন্মগত প্রকৃতি কী?
সমাজ বিবর্তনের ধারাকে কয়ভাবে ভাগ করা হয়েছে?
আদিম সমাজে সম্পত্তির কী ধরনের মালিকানা স্বীকৃতি ছিল?
কখন বাড়তি খাবার জমা করে রাখার চিন্তা করা হতো না ?
কোন সমাজে প্রথম ব্যক্তিমালিকানা দেখা যায় ?
কৃষি আবিষ্কারের ফলে মানুষ কীভাবে বসবাস করতে শুরু করে?
নব্যপ্রস্তর যুগে মানুষ সর্বপ্রথম কোথায় কৃষি আবাদ শুরু করে?
কখন ব্যবসা-বাণিজ্য আন্তর্জাতিক রূপ লাভ করে?
কোন সমাজ কালক্রমে সামন্ত সমাজে রূপান্তরিত হয়েছে?
গণতান্ত্রিক সমাজের মূলমন্ত্র কী?
অগাস্ট কোঁৎ-এর মতে, ধর্মীয় যুগের পর সমাজ কোন যুগে ছিল?
অগাস্ট কোঁৎ-এর মতে, সর্বশেষ সমাজ কোন যুগে ছিল?
ইতিহাসের ধারায় বাস্তবধর্মী ব্যাখ্যা দেয়া হয়েছে কোন ক্ষেত্রে?
প্রাচীনকালে মানুষ কেমন ছিল?
হার্বার্ট স্পেন্সার সমাজের বিবর্তনকে কার বিবর্তনের সূত্রের অবলম্বনে ব্যাখ্যা করেন?
"সমাজ ক্রমান্বয়ে অসামঞ্জস্য থেকে সামঞ্জস্যতায় এবং জটিলতা থেকে শৃঙ্খলতায় চলে এসেছে"- কার উক্তি?