বিকট ও দীর্ঘস্থায়ী শব্দ মানুষের যেসব অঙ্গের ওপর প্রভাব বিস্তার করে তা হলো
i. স্নায়ুতন্ত্র
ii. হৃৎপিণ্ড
iii. মাংসপেশি
নিচের কোনটি সঠিক?
বিকট ও দীর্ঘস্থায়ী শব্দ মানুষের শরীরে যেসব উপসর্গের সৃষ্টি করে তা হলো
i. দৃষ্টি সমস্যা
ii. অনিদ্রা
iii. মানসিক বিপর্যয়
দেশের আইনে নীরব অঞ্চলে নিষিদ্ধ -
i. যানবাহন চালানো
ii. মাইক বাজানো
iii. শব্দবাজি ফোটানো
দীর্ঘস্থায়ী সুতীব্র আওয়াজে মানুষের হৃদকম্পনের হার অনেক বেড়ে বা কমে দেখা দেয়
i. হাইপোকেলিসিয়া রোগ
ii. মাস্কিং
iii. হাইপোগ্লাইসেমিয়া
দূষণের ইংরেজি শব্দ কী?
Pollution শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
Pollutus কোন ভাষার শব্দ?
পানি দূষণের ক্ষেত্রে কোনটি প্রধান কারণ হিসেবে বিবেচিত?
সাগরদের বাড়ির পাশে একটি পুকুর আছে। কিন্তু পুকুরের পানি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কারণ আশেপাশের কয়েকটি বাড়ির বাথরুম ও টয়লেটের আবর্জনা সরাসরি পাইপের মাধ্যমে উক্ত পুকুরে গিয়ে পড়ছে। উত্ত বিষয়টি পানি দূষণের কীরূপ উৎসের সাথে সাদৃশ্যপূর্ণ?
কীরূপ পানিকে দূষিত পানি বলে?
পানি বাহিত রোগে প্রতিদিন বিশ্বে কতজন শিশু মারা যায়?
কাপড় বা সুতা রঙিনকারী শিল্পপ্রতিষ্ঠান অনেক সময় আবদ্ধ জলাশয়ে যে রঙিন বর্জ্য পানি জমা করে তা কোন পানিকে দূষিত করে?
কোন নদীতে দূষণের কারণে কোনো জলজ প্রাণী নেই?
বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে ভারতের সঙ্গে কতটি নদীর যৌথ অংশীদারিত্ব রয়েছে?
বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে মিয়ানমারের সঙ্গে কতটি নদীর যৌথ অংশীদারিত্ব রয়েছে?
বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের অপর পার থেকে কতটি নদী প্রবাহিত রয়েছে?
ভারতের কোন নদীতে ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে?
বর্তমানে যেসব জেলার ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের মাত্রারিক্ত উপস্থিতি পাওয়া গেছে-
i. সিলেট
ii. চাঁদপুর
iii. গোপালগঞ্জ
যে সব শিল্পপ্রতিষ্ঠান আমাদের দেশে নদীর পানি দূষিত করে তা হলো
i. কাগজ
ii. চিনি
iii. চামড়া
যে সব জিনিস দিয়ে দূষিত নদী বা জলাধারের পানি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তা হলো-
i. অম্ল
ii. ক্ষার
iii. লবণ