জাতিসংঘের হিসাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর কত বছর বয়সে প্রযোজ্য?
সাধারণভাবে প্রবীণ নাগরিক বলা হয় কাদের?
আমাদের সমাজে প্রবীণদের উপযোগী কীসের ব্যবস্থা নেই?
বাংলাদেশে প্রবীণদের জন্য প্রথমেই কোনটি দরকার?
কোন ব্যবস্থা প্রবীনদের একাকিত্বে ফেলে দিয়েছে?
কীরূপ মূল্যবোধ থেকে পিতামাতা নিজেদের বৃদ্ধাবস্থায় চলার জন্য কোনো সঞ্চয় করতে পারে না?
অবসরপ্রাপ্ত গফুর মাস্টারের বয়স ৭০। তিনি শারীরিকভাবে সুস্থ। কিন্তু বৃদ্ধ হওয়ায় তিনি চাকরিহীন। বাংলাদেশে গফুর মাস্টারের মতো মানুষের সংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ?
চাকরি থেকে অবসর নেওয়ার পর আজগর সাহেব নিজ বাসার ছাদে হাঁস-মুরগির খামার করতে চাইলে আত্মীয়-স্বজনেরা নিষেধ করেন। তারা বলেন, আপনার বয়স হয়েছে। এ কাজ এখন আপনার পক্ষে সম্ভব নয়। আজগর সাহেবের ঘটনাটি বার্ধক্য সমস্যার কীরূপ কারণকে নির্দেশ করে?
দেশের বিভিন্ন অঞ্চলে পরিবারের বাইরে থাকা প্রবীণদের পুনর্বাসন করা যায় কীভাবে
বাংলাদেশের বৃহত্তর অংশই সারাজীবনের আয় ও সঞ্চিত সম্পদ ব্যয় করে
i. সন্তানদের লেখাপড়ার পেছনে
ii. বৃদ্ধাবস্থায় নিজেদের চলার জন্য
iii. সন্তানদের প্রতিষ্ঠার পেছনে
নিচের কোনটি সঠিক?
বার্ধক্য সমস্যা উত্তরণে করণীয় হলো-
i. বেকার সমস্যার সমাধান
ii. বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা
iii. প্রবীণ জনগোষ্ঠীর জন্য ভাতা প্রবর্তণ
প্রবীণ ব্যক্তিকে সমাজ যেসব অভিধায় অভিহিত করে-
i. অথর্ব
ii. সেকেলে
iii. বৃদ্ধ
বৃদ্ধাবস্থায় মানুষ অনেকখানি অক্ষম হয়ে পড়ে-
i. শারীরিকভাবে
ii. অর্থনৈতিকভাবে
iii. মানসিকভাবে
নিচের কোনটি বর্তমান বিশ্বের অন্যতম সামাজিক সমস্যা?
জঙ্গির' ইংরেজি প্রতিশব্দ কোনটি?
Militant শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে?
মিলিট্যার শব্দের অর্থ কী ?
কারা অনেক ক্ষেত্রে রাজনৈতিক আদর্শ বা ধর্মীয় দর্শন দিয়ে সমাজ জীবনের পরিবর্তন ঘটাতে চায়?
কারা রাষ্ট্রের আদর্শ, সর্বোচ্চ নিয়ম-নীতি, বিধি-বিধান মানতে চায় না?
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করে কারা?