চাকরি থেকে অবসর নেওয়ার পর আজগর সাহেব নিজ বাসার ছাদে হাঁস-মুরগির খামার করতে চাইলে আত্মীয়-স্বজনেরা নিষেধ করেন। তারা বলেন, আপনার বয়স হয়েছে। এ কাজ এখন আপনার পক্ষে সম্ভব নয়। আজগর সাহেবের ঘটনাটি বার্ধক্য সমস্যার কীরূপ কারণকে নির্দেশ করে?
সাদিয়ার স্বামীর দৃষ্টিভঙ্গির সাথে সাদৃশ্য রয়েছে-
i. পিতৃবাস পরিবারের
ii. যৌথ পরিবারের
iii. মাতৃসূত্রীয় পরিবারের
নিচের কোনটি সঠিক?
'বুর্জোয়া শ্রেণির অবস্থা ঐ যাদুকরের ন্যায় যে তার মন্ত্রবলে এমন এক দৈত্য ডেকে তুলেছে যাকে সে আর নিয়ন্ত্রণ করতে পারছে না'- আলোচ্য উক্তিটি কে করেন?
সমাজবিজ্ঞানের প্রকৃতি এর বিভিন্ন সংজ্ঞা বিশ্লেষণের মধ্য দিয়ে খুঁজে পাওয়া যায়। এতে ফুটে ওঠে-
i. বিজ্ঞানভিত্তিক পাঠ
ii. সমাজকাঠামো অধ্যয়ন
iii. প্রাকৃতিক বিশ্লেষণ
সিন্ধু সভ্যতার সূচনা হয় কত অব্দে?
'মনা' তে বিশ্বাস কোন সমাজে বিদ্যমান?