ভূপৃষ্ঠের প্রাথমিক স্তরের ক্ষয় সাধনের ফলে যে ক্ষুদ্রকণা ভূপৃষ্ঠে জমা হয় এবং তার সাথে জৈব পদার্থের সংমিশ্রণের ফলে যে পদার্থের সৃষ্টি হয় তাকে কী বলে?
বাস্তুসংস্থান উন্নয়নের মূলে কোনটি বিশেষ অবদান রাখে?
বর্তমানে মানুষের খাদ্যের প্রধান উৎস কী?
জমির কীরূপ বৃদ্ধির মাধ্যমে বাড়তি উৎপাদন করা হয়?
১৯৯০-৯১ সালে বাংলাদেশের কত ভাগ জমিতে একাধিকবার চাষ করা হয়?
প্রতিবছর কত টন পলি জলাভূমি ও সমভূমিতে এসে জমে?
কীসের গুণাগুণের ওপর মানুষের জীবন জীবিকা নির্ভর করে?
কোন পানি মাটির মারাত্মক ক্ষতি করে এবং মাটি উৎপাদন অনুপযোগী হয়ে পড়ে?
১৯০০ সালে পৃথিবীর জনসংখ্যা কত ছিল?
তানভীরদের এলাকায় জমিতে ব্যাপক হারে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। ফলে মাটির মৌলিক গুণাগুণ নষ্ট হচ্ছে। উত্ত ঘটনাটি মাটি দূষণের কীরূপ কারণের সাথে সাদৃশ্যপূর্ণ?
নিম্মি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় থাকে। তাদের এলাকায় যেখানে সেখানে উচ্ছিষ্ট জিনিসপত্র ফেলে রাখা হয়। এছাড়া সেখানে ব্যাপকহারে পলিথিন ব্যবহৃত হয় এবং তা বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। উক্ত বিষয়টি মাটি দূষণের কীরূপ কারণকে নির্দেশ করে?
অধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের ঘর-বাড়ি, আসবাবপত্র এরূপ বিভিন্ন চাহিদা বৃদ্ধির ফলে যে পরিমাণ বৃক্ষ নিধন করছে সে পরিমাণ বৃক্ষ রোপণ করছে না। এটি পরিবেশের কোন উপাদানের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে?
কোনটির সাথে মানুষের অস্তিত্ব মিশে রয়েছে?
যেসব কারণে ভূমির কার্যকর গুণাবলির অবক্ষয় ঘটছে-
i. কৃষিতে রাসায়নিক দ্রব্যাদির মাত্রারিক্ত প্রয়োগ
ii. শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য
iii. অপরিকল্পিত ভূমির ব্যবহার
নিচের কোনটি সঠিক?
বাড়তি খাদ্য উৎপাদনের লক্ষ্যে জমিতে বর্তমানে ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে-
i. জৈব সার
ii. রাসায়নিক সার
iii. কীটনাশক
জমিতে একাধিকবার চাষের ফলে
i. ভূমিক্ষয় হচ্ছে
ii. মাটির গুণাগুণ বৃদ্ধি পাচ্ছে
iii. উর্বরতা হ্রাস পাচ্ছে
যেসব কারণে ভূমি ক্ষয়প্রাপ্ত হয় তা হলো
i. শিল্পকারখানার বর্জ্যে
ii. অতিবৃষ্টিতে
iii. বৃক্ষনিধনে
মাটির উপরিভাগ বৃক্ষ আচ্ছাদিত না হলে
i. মাটি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়
ii. মরুপ্রবণতার দিকে ধাবিত হয়
iii. মাটি উৎপাদন অনুপযোগী হয়ে পড়ে
জলবায়ু পরিবর্তন কীরূপ প্রক্রিয়া?
১৮ হাজার বছর আগে বরফযুগের প্রভাবে বাংলাদেশের সমুদ্রসীমা বর্তমানের তুলনায় কত মাইল দক্ষিণে ছিল?