প্রকৃতিগত দিক থেকে শ্রেণির ধারণাটি কীরূপ?
সমাজ যখন ব্যক্তির গায়ের রং বা চেহারা, বংশ বা স্ত্রী-পুরুষভেদ ইত্যাদির ভিত্তিতে কাউকে মর্যাদা প্রদান করে তখন তাকে কী বলে?
'শ্রেণি হলো কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল যাদের মোটামুটিভাবে একই ধরনের সামাজিক অবস্থান রয়েছে এবং যেখানে উঁচু-নীচু দিক দিয়ে গতিশীলতা রয়েছে' উক্তিটি কার?
একটি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
ভূস্বামী ও ভূমিদাস এবং বুর্জোয়া ও প্রলেতারিয়েত যে সমাজের প্রধান শ্রেণি-
i. সাম্য
ii. পুঁজিবাদ
iii. দাস
নিচের কোনটি সঠিক?
সমাজবিজ্ঞানীদের মতে সমাজে শ্রেণি বিদ্যমান রয়েছে-
i. মানসিকতার ভিত্তিতে
ii. অর্থনীতির ভিত্তিতে
iii. মননশীলতার ভিত্তিতে
একই আয় ও সুযোগ-সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বলে-
শ্রেণি বলতে কী বোঝায়?
স্তরবিন্যাসে কোন প্রকরণটি সম্পত্তি বা মর্যাদার পার্থক্য থেকে সৃষ্ট?
বাংলাদেশের শহর সমাজের স্তরবিন্যাসের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে-
i. ক্ষমতা, বংশমর্যাদা ও শিক্ষা
ii. সম্পদ, ক্ষমতা ও শিক্ষা
iii. সম্পদ, বয়স ও ব্যবসা
সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত মতবাদগুলো কয় ভাগে বিভক্ত?
সমাজ বিশ্লেষণে ক্রিয়াবাদী তত্ত্ব প্রথম ব্যবহার করেন কে?
'Class and Class Conflict in Industrial Society' গ্রন্থের লেখক কে?
কোন দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
মার্কস কোন সমাজের শ্রেণি সম্পর্কিত আলোচনার ওপর বেশি মনোযোগ দেন?
কার তত্ত্বানুযায়ী শ্রেণির প্রকৃতি উৎপাদন পদ্ধতির ওপর নির্ভরশীল?
মার্কস সর্বহারাদের কয়টি পর্যায়ে বিভক্ত করেন?
মার্কসের মতে, সমাজে কোন শ্রেণিটি বিপ্লবের জন্যে তৈরি হবে?
মার্কসের মতে, কোন শ্রেণি সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা করবে?
মার্কস ও এঙ্গেলস তাদের কম্যুনিস্ট মেনিফেস্টোতে ইতিহাসের কোন যুগের সমাজের অসম মর্যাদার অনেক সামাজিক স্তরের কথা উল্লেখ করেছেন?