সামাজিক স্তরবিন্যাসের প্রধান কারণ কোনটি?
মার্কসের মতে কীসের ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাস হয়?
"সামাজিক স্তরবিন্যাস বলতে সুযোগের অসম বণ্টন ব্যবস্থাকে বোঝায় যার অর্থ সমাজের যা কিছু ভালো, সমাজের সুযোগ সুবিধা, ক্ষমতা ইত্যাদি কতিপয় গোষ্ঠী অন্যদের তুলনায় বেশি মাত্রায় ভোগ করে।” সংজ্ঞাটি কে দিয়েছেন?
অগবার্ন এবং নিমকফ সামাজিক স্তরবিন্যাসকে কী বলে আখ্যা দিয়েছেন?
Society and Culture' গ্রন্থটির রচয়িতা কে?
মেরিলের মতে, ঐতিহ্যশীল কোনো সমাজ সামাজিক স্তরবিন্যাস চাপিয়ে দেয়-
i. অধিকাংশ সদস্যের সম্মতি সাপেক্ষে
ii. অধিকাংশ সদস্যের ইচ্ছা ছাড়াই
iii. অধিকাংশ সদস্যের অজান্তেই
নিচের কোনটি সঠিক?
সামাজিক স্তরবিন্যাস বলতে সমাজ ব্যক্তি, গোষ্ঠী এবং শ্রেণির-
i. অসম অবস্থাকে বোঝায়
ii. অসম বয়সের পার্থক্যকে বোঝায়
iii. অসম মর্যাদার বিন্যাসকে বোঝায়
সামাজিক স্তরবিন্যাস করা হয়-
i. গোষ্ঠীর ভিত্তিতে
ii. বয়সের ভিত্তিতে
iii. শিক্ষার ভিত্তিতে
দাসপ্রথার আদর্শ নমুনা কোন সমাজে পাওয়া যায়?
কোন সমাজে দাসদের উচ্চপদ লাভের উদাহরণ পাওয়া যায়?
সমাজবিজ্ঞানীরা সামাজিক স্তরবিন্যাসকে কয় ভাগে ভাগ করেছেন?
দাসপ্রথা নির্ভর সমাজে দাসদের সামাজিক অবস্থা সম্পর্কে বর্ণনা দিয়েছেন কে?
সামন্ত যুগের ফ্রীম্যানদের তুলনায় দাসদের অবস্থা কীরূপ ছিল?
দাসরা কোন অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল?
দাসদের উৎপাদনের জীবন্ত বা মানবরূপী হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছেন কে?
কে যুদ্ধে পরাজিত শত্রুকে দাসে রূপান্তরিত করার পক্ষে যুক্তি দিয়েছেন?
অনেকের যুক্তিতে দাসপ্রথার পতন ঘটার কারণ কী?
কোথাকার দার্শনিকরা দাসপ্রথা তুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন?
কোন সমাজে গৃহদাস প্রথা প্রচলিত ছিল?
মধ্যযুগে কোথায় ব্যক্তির মর্যাদা জন্ম থেকেই নির্ধারিত ছিল?