সমাজের যোগ্যতম ব্যক্তির ক্রিয়াকলাপ নির্ধারিত হয় কয় ধরনের উপ-ব্যবস্থা দ্বারা?
উইলবার্ট মুরের সামাজিক স্তরবিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্বটি আধুনিক কালে কারা সমালোচনা করেন?
কোন বিষয় থেকে মার্কসের দ্বন্দ্বমূলক তত্ত্ব এসেছে?
বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যোগ্যতা ও মেধাসম্পন্ন লোক নিয়োগ করার ফলে কোনটির সৃষ্টি হয়?
মার্কস যেসব বিষয়ের সঙ্গে সম্পত্তির একটি সম্পর্ক বিশ্লেষণ করতে বিশেষভাবে উৎসাহী ছিলেন-
i. মানবীয় আচরণ
ii. সামাজিক কার্যকলাপ
iii. সামাজিক স্তর বিন্যাস
নিচের কোনটি সঠিক?
মার্কস ও এঙ্গেলস সামাজিক স্তরবিন্যাসে যে সব যুগের শ্রেণিসমূহের নাম উল্লেখ করেন-
i. আধুনিক যুগের
ii. দাস যুগের
iii. সামন্ত যুগের
ডেভিস এবং মুরের মতে সামাজিক অসমতা এবং বৈষম্য সৃষ্টি হয়-
i. সকলের অজ্ঞাতসারে
ii. অসচেতনভাবে
iii. আনুষ্ঠানিকভাবে
সামাজিক স্তরবিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্বটি দেন-
কার মতে স্তরবিন্যাস মূলত শোষণের প্রতীক?
সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে কেন্দ্রীয় তত্ত্ব কে দিয়েছেন?
কার মতে, “প্রজ্ঞা, বল-শক্তি এবং লোভ-লালসা মানুষের মধ্যে জন্মগতভাবে অসমভাবে বণ্টিত"?
'সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এক ধরনের বাজার ব্যবস্থা' এই বক্তব্যটি কে দিয়েছেন?
সামাজিক অসমতা বলতে মূলত কী বোঝায়?
সামাজিক অসমতা কী?
সামাজিক অসমতাকে স্বাভাবিক, বাস্তবভিত্তিক ও নৈতিক বলে সমর্থন করেছেন কে?
সামাজিক অসমতার কোন উপাদান মানুষের মধ্যে এমনি এমনিভাবে আসে?
সামাজিক স্তরবিন্যাসের সামাজিক উপাদান কোনটি?
'Discourse on the Origin of Inequality' গ্রন্থে রুশো কয় ধরনের অসমতার কথা বলেছেন?
'The Division of Labour in Sociely' গ্রন্থটির রচয়িতা কে?
সামাজিক অসমতার নির্ধারকসমূহ হলো-
i. সাংস্কৃতিক উপাদান
ii. সামাজিক উপাদান
iii. জৈবিক উপাদান