কোন যুক্তিবিদ্যায় গাণিতিক ব্যাখ্যা পরিলক্ষিত হয়?
যে ক্ষুদ্রতম উপজাতির চেয়ে আর কোনো ক্ষুদ্র উপজাতি হয় না তাকে কোন উপজাতি বলে?
সাকার এবং নিরাকার দ্রব্যের আসন্নতম জাতি কোনটি?
পরফিরি ছক অনুসারে পরমতম জাতি কোনটি?
যুক্তিবাক্যর অজ্ঞাত সত্যকে কী বলে?
অনুমানের একটি অপরিহার্য বৈশিষ্ট্য কোনটি?
"ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান"- এই অবধারণের জ্ঞান কোন অনুমানের মাধ্যমে প্রাপ্ত?
অবরোহ অনুমানকে কত ভাগে ভাগ করা যায়?
উদ্দীপকের যুক্তিবাক্যটিকে কোন অনুমান বলা যায়?
আরোহ অনুমানের মৌলিক নীতি কয়টি?
রাহি যে অনুমান প্রক্রিয়া অনুসরণ করে তা কোনটিকে নির্দেশ করে?
উদ্দীপকে অনুমানটির শ্রেণিবিভাগের রূপটি হলো-
i. মাধ্যম অনুমান
ii. অমাধ্যম অনুমান
iii. নিরপেক্ষ অনুমান
নিচের কোনটি সঠিক?
রূপগত সত্যতা পাওয়া যায় কোন অনুমানে?
এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে-
অবরোহ অনুমান প্রধানত কয়টি রূপের হয়?
নিরীক্ষণের সাধারণ শর্ত কয়টি?
যে যৌগিক বচনে 'যদি এবং কেবল যদি' থাকে তাকে বলে-
প্রতীক প্রধানত কয় প্রকার?
প্রতীক প্রধানত কয় ভাগে বিভক্ত?
জাতি কী ধরনের পদ?