কোনটি ব্যাংকারের প্রতি গ্রাহকের প্রধান দায়িত্ব?
গ্রাহকের পক্ষ থেকে ব্যাংকার সম্পন্ন করে-
i. বিল গ্রহণ
ii. অর্থ গ্রহণ
iii. তথ্য গ্রহণ
নিচের কোনটি সঠিক?
বাজারে টিকে থাকার ক্ষেত্রে ব্যবসায়ীরা ব্যাংক থেকে যেসব সহযোগিতা পায়-
i. নতুন বাজার সৃষ্টি
ii. অর্থের নিরাপত্তা
iii. বাজার সম্প্রসারণ ও আধুনিকীকরণ
ব্যাংকার গ্রাহকের মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান?
ব্যাংকে অর্থ জমা রাখলে গ্রাহক ব্যাংকারের কাছে কী হিসেবে গণ্য হবে?
ব্যাংক থেকে ঋণ নিলে গ্রাহক ব্যাংকারের কাছে কী হিসেবে গণ্য হবে?
ব্যাংকার ও গ্রাহকের সুসম্পর্কের ভিত্তি কী?
ব্যাংক হিসাব বন্ধ করলে কোন সম্পর্কের অবসান হয়?
গারনিশি অর্ডার প্রধানত কয় ধরনের?
গারনিশির ক্ষেত্রে পক্ষ থাকে কয়টি?
গারনিশি অর্ডারের প্রথম পক্ষ কোনটি?
গ্রাহকদের জন্য ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধাগুলো হলো-
i. এটিএম কার্ড
ii. মোবাইল ব্যাংকিং
iii. অনলাইন ব্যাংকিং
Banco শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
জার্মান ও অস্ট্রীয় Banke শব্দ দিয়ে কী বোঝানো হতো?
ইতালিতে অর্থের ব্যবসায়ীদের কী বলা হতো?
ব্যবিলনীয় সভ্যতাকালে কোন ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটেছিল?
কোন দেশে পৃথিবীর প্রথম ব্যাংক হিসেবে শান্সী ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
প্রাচীনকাল থেকেই সুদের ব্যবসায়ী হিসেবে কারা পরিচিত ছিল?
চৈনিক সভ্যতাকালে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল তার নাম কী ?
কখন কাগজী নোটের প্রচলন ঘটে?