নাবিল এন্ড ব্রাদার্স একটি প্রকল্পে বিনিয়োগের জন্যে মোট মূলধনের ৭০% নিজস্ব ইক্যুইটি এবং ৩০% খাল থেকে সংগ্রহ করে। এ অনুপাতের প্রেক্ষিতে নাবিল এন্ড ব্রাদার্স কী নির্ণয় করবে?
সাদিক কম্পিউটার্স লি.-এর সাধারণ শেয়ারের ব্যয় ১২% ঝুঁকিবিহীন সুদের হার ৬% ও কোম্পানির বিটা সহগ ১ হলে বাজার আয়ের হার কত?
CAPM-এর অনুমিত বিষয় হলো-
i. বিনিয়োগকৃত সম্পত্তি যেকোনো মূল্যে বিভাজন
ii. দেউলিয়ার সম্পত্তির ভগ্নাংশ মূল্য রয়েছে
iii. বিনিয়োগকারিগণ যৌক্তিক আচরণ করে
নিচের কোনটি সঠিক?
পোর্টফোলিও তৈরির উদ্দেশ্য কী?
i. ঝুঁকি কমানো
ii. ঝুঁকি পরিমাপ
iii. আয় নিশ্চিত করা
সিএপিএম (CAPM) এর অনুমিত শর্ত হলো-
i. বিক্রয় খরচ থাকবে না
ii. কোনো কর থাকবে না
iii. আয়ের হার নির্দিষ্ট
CAPM মডেলে কত ধরনের ঝুঁকি বিবেচনা করা হয়?
একটি কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) ২০ টাকা এবং লভ্যাংশ প্রদানের হার ৮০% হলে শেয়ার প্রতি লভ্যাংশের (DPS) পরিমাণ কত?
যদি ব্যক্তিগত কর না থাকে তবে সংরক্ষিত আয়ের ব্যয় কী?
বিডি লি. সাধারণ শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে চায়। প্রতিটি সাধারণ শেয়ারের লিখিত মূল্য ১০০ টাকা কিন্তু বাজারে বিক্রি হয় ১২০ টাকা কিন্তু কোম্পানি ১২% স্থির হারে লভ্যাংশ দিতে চায় তবে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কত?
নিচের কোনটি ঋণ মূলধন ব্যবহারের সুবিধা?
যেসব শেয়ারের ধারকগণ কোম্পানির মালিক হিসেবে গণ্য হয় সেসব শেয়ারকে কী বলে?
লিখিত মূল্যের কম মূল্যে শেয়ার বিক্রি করা হলে তাকে কী বলা হয়?
শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে কোম্পানির বর্তমান বছরে যে লভ্যাংশ দিয়েছে, ভবিষ্যৎ বছরগুলোতে কীরূপ লভ্যাংশ দিবে?
RF দ্বারা কী বুঝানো হয়?
কাশেম অ্যান্ড কোং লি.-এর গড় মূলধন খরচ ২৫% এক্ষেত্রে কোম্পানিকে তার বিনিয়োগ থেকে ন্যূনতম কত হারে আয় করতে হবে?
দীর্ঘমেয়াদি মূলধনের উৎস হলো-
i. ঋণ মূলধন
ii. অগ্রাধিকার শেয়ার মূলধন
iii. সাধারণ শেয়ার মূলধন
জামিল সাহেবের সংরক্ষিত আয়ের ব্যয় কত?
কোন বিষয়টি সঠিকভাবে নির্ণয় করলে জনাব জাবিরের ব্যবসায়টি সফল হতো
নাজিয়া কোম্পানি লি.-এর অগ্রাধিকার শেয়ার খরচ কত হবে যদি ইস্যু মূল্য ৯৫০ টাকা হয়?
রতন এন্ড সন্স লি. যদি তার মূলধন কাঠামোতে সাধারণ শেয়ার মূলধনের অনুপাত ১০% কমিয়ে ঋণ মূলধনের পরিমাণ ১০% বাড়ায় তবে-
i. গড় মূলধন ব্যয় হ্রাস পাবে
ii. কর সুবিধা হ্রাস পাবে
iii. ফার্মের আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাবে