বার্ষিক বৃত্তি পাওয়া যায়-
i. বিমাগ্রহীতার মৃত্যুর আগ পর্যন্ত
ii. বিমার মেয়াদ শেষ হবার পর
iii. জীবনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত
নিচের কোনটি সঠিক?
বিমাকারীর সুনাম বাড়ে কোন নীতির আওতায়?
আইন অনুযায়ী বিমা চুক্তি কোন ধরনের চুক্তি?
কিসের ভিত্তিতে বিমাকারী বিমাগ্রহীতার দায়ভার নেয়?
কোন ঝুঁকির বিপক্ষে বিমার মাধ্যমে আর্থিক প্রতিরক্ষার সুযোগ নেওয়া যায়?
নিচের কোনটি বিমাযোগ্য ঝুঁকি?
কোনটি বিমাচুক্তির অপরিহার্য মৌলিক নীতি?
বিমার বিষয়বস্তুর ওপর বিমাগ্রহীতার আর্থিক স্বার্থকে কী বলা হয়?
বিমাকারী ও বিমাগ্রহীতা কোনটির কারণে পরস্পর দায়বদ্ধ থাকে?
কোনটির মাধ্যমে বিমাকারীর লাভ অর্জিত হয়?
বিমাচুক্তির লক্ষণীয় বিষয় হলো-
i. চুক্তি সংশ্লিষ্ট আইনগত উপাদান
ii. ব্যবসায় সংশ্লিষ্ট উপাদান
iii. সামাজিক উপাদান
কখন বিমা কোম্পানি অর্থ প্রদান করতে বাধ্য থাকে?
জয় ও বিজয় দুজন দাবা খেলায় হারজিত প্রসঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হলো, যে হারবে সে ৫০০ টাকা দিবে। এটি কোন ধরনের চুক্তি?
কোনটি বিমাচুক্তির শর্তের অন্তর্ভুক্ত?
বিমাচুক্তিতে থাকতে হবে কোনটি?
বিমাযোগ্য স্বার্থ নেই এমন ক্ষেত্র কোনটি?
মি. মেহরাজ আহমেদের জীবন বিমার টাকা সিমি বিমা কোম্পানি কেন দিতে অপারগ হয়?
চুক্তি সম্পাদনে যোগ্য নয়-
i. নাবালক
ii. পাগল ব্যক্তি
iii. দেউলিয়া ব্যক্তি
নৌ বিমাচুক্তির দলিলকে কী বলা হয়?