মাহিমা বিদেশে সপরিবারে ভ্রমণের লক্ষ্যে আশা ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ দেশীয় মুদ্রা জমা দেয়। এর পরিবর্তে আশা ব্যাংক তাকে একটি নোট ইস্যু করে। ব্যাংক মাহিমার জন্য কী ইস্যু করে?
লাল দফা অগ্রিম প্রত্যয়পত্রে অগ্রিম গ্রহণযোগ্য-
i. ভাড়া
ii. বিমা
iii. জাহাজ খরচ
নিচের কোনটি সঠিক?
স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণের পদ্ধতির নাম কী?
নিচের কোন বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য বাংলাদেশি টাকায় সবচেয়ে বেশি?
ফ্যাক্টরিং চুক্তিতে ফ্যাক্টরের সাথে কার চুক্তি সম্পাদিত হয়?
টাকার তুলনায় ডলারের দাম বাড়লে বাংলাদেশে এর প্রভাব কী?
ইস্যুকারী ব্যাংক কোন প্রত্যয়পত্র বাতিলের ক্ষমতা রাখে?
একজন রপ্তানিকারকের কাছে কোন ধরনের প্রত্যয়পত্র অধিক গ্রহণযোগ্য হতে পারে?
বাংলাদেশ থেকে বিদেশে অর্থ প্রেরণের উপায় হলো-
i. ক্রেডিট কার্ডে
ii. ই-মেইল যোগে
iii. বৈদেশিক বিনিময় বিলে
বাংলাদেশের বৈদেশিক ব্যবসায়ে অবৈধ হুন্ডির ব্যাপক প্রচলন রয়েছে। আইনগত চ্যানেলে ব্যবসায় করলে আমাদের বৈদেশিক বিনিময় পরিস্থিতির উন্নতি হবে বলে অর্থনীতিবিদদের অভিমত। এর কারণ-
i. বৈদেশিক মুদ্রার আগমন বৃদ্ধি পাবে
ii. বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নতি হবে
iii. দেশের রপ্তানি সামর্থ্য বৃদ্ধি পাবে
বাংলাদেশে কোন সালে ভাসমান বিনিময় হার পদ্ধতি প্রবর্তিত হয়?
বাংলাদেশে বৈদেশিক বিনিময়ের একক দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান-
ডলারকে বিনিময়ের নির্ধারক মুদ্রা হিসেবে বাংলাদেশে নেওয়া হয়-
'প্রত্যয়পত্র' [Letter of Credit] তৈরি করা হয় কোন পক্ষের অনুরোধে?
হোম ব্যাংকিং এ প্রয়োজন পড়ে-
i. কম্পিউটার টার্মিনাল
ii. ব্যাংক সরবরাহকৃত সফটওয়্যার
iii. গ্রাহকের PIN নম্বর
নিচের কোন ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম 'Q-Cash' চালু করে?
E-banking বলতে বোঝায়-
অনলাইন ব্যাংকিং নিচের কোন উপকরণের প্রয়োজন কমিয়েছে?
২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা নিচের কোন ই-ব্যাংকিং সুবিধার কারণে পাওয়া যায়?
ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহক যে সকল সুবিধা পায়, তা হলো-
i. সান্ধ্যকালীন ব্যাংকিং
ii. এটিএম কার্ড
iii. অনলাইন ব্যাংকিং