ডাকাতি বিমার সাহায্য নেওয়া হয় কেন?
স্থাবর ও অস্থাবর সম্পত্তির জন্য কোন ধরনের বিমাপত্র নেওয়া হয়ে থাকে?
ডাকাতির কারণে মানুষ কী ধরনের ক্ষতির সম্মুখীন হয়?
ডাকাতি বিমার ক্ষেত্রে প্রিমিয়ামের হার নির্ণয় করার জন্য কোনটির সঠিক মূল্যায়ন অত্যন্ত জরুরি?
ডাকাতি বিমায় কোন ধরনের ঝুঁকি বিদ্যমান?
বিমা চুক্তিতে কোনটির উল্লেখ না থাকলে ডাকাতি বিমাপত্র বাতিল করা হয়?
বাড়ির মূল্যবান সম্পত্তির ওপর কী বিমা করা হয়?
ডাকাতি বিমাপত্র দেওয়ার আগে বিমাকারী প্রতিষ্ঠান বিবেচনা করে-
i. দালানের প্রবেশ পথ
ii. প্রতিবেশীর চরিত্র
iii. বিমাকৃত বিষয়বস্তুর অবস্থান
নিচের কোনটি সঠিক?
বসত বাড়ির স্থাবর সম্পত্তি বিমাপত্রের অন্তর্ভুক্ত হতে পারে-
i. দামি পোশাক
ii. ব্যবসায়ের মূল্যবান যন্ত্রপাতি
iii. বাড়ির মূল্যবান আসবাবপত্র
একটি নির্দিষ্ট ঝুঁকির জন্য শস্য বিমা করা হয় কোন বিমার অধীনে?
কোন বিমা সার্বিক কৃষি বিমার একটি অংশ?
শস্য বিমার প্রচলন হয় কোথায়?
কোনটির কারণে আমাদের দেশে ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়?
শস্য বিমার ক্ষেত্রে কোনটি অর্থনৈতিক ঝুঁকির অন্তর্ভুক্ত?
কোন ধরনের বিমার মাধ্যমে শুধু নির্দিষ্ট কারণে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়া যাবে?
প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিপদ কোনটির সাথে জড়িত?
কোন ধরনের শস্যের জন্য শস্য বিমাপত্র নেওয়া যায়?
যে ধরনের বিমার দ্বারা দুই বা ততোধিক বেশি ঝুঁকিপূর্ণ কারণসমূহকে একত্র করে একটি শস্য বিমা করা হয় তাকে কোন ধরনের বিমা বলে?
মানুষের অসততা, অসতর্কতা, স্বেচ্ছায় অগ্নি সংযোগ, অবহেলা প্রভৃতি কারণে কোন ধরনের ঝুঁকির উৎপত্তি হয়?
শস্য উৎপাদনের সাথে জড়িত সব ধরনের ঝুঁকি, কৃষি কাজে ব্যবহৃত পশু, পুঁজি, যন্ত্রপাতি প্রভৃতি অন্তর্ভুক্ত করা হয় কোন ধরনের বিমায়?