নৌভাটক পত্রের অপর নাম কী?
ভাড়ার পরিমাণ ও প্রকৃতি, জাহাজের গন্তব্য প্রভৃতি উল্লেখ থাকে কোন দলিলে?
রপ্তানিকারক কর্তৃক পণ্যের উৎপত্তিস্থল সম্পর্কে ঘোষণাপত্রকে কী বলে ?
নৌ বিমা ঝুঁকি কমায়-
i. জাহাজের
ii. জাহাজের ভাড়ার
iii. জাহাজের কর্মচারির
নিচের কোনটি সঠিক?
নৌ-বিপদসমূহ কত ধরনের?
নৌ পথে ঝুঁকির প্রকৃতি অনুযায়ী কোন বিমার উদ্ভব হয়?
নৌ বিমা সাধারণত কত ধরনের?
জাহাজে রক্ষিত পণ্যের ঝুঁকি এড়াতে কোন বিমা করা হয়?
চালানি রসিদ কখন আমদানিকারকের কাছে পৌঁছানো আবশ্যক?
কে রক্ষিত পণ্যের ক্ষতির দায়ভার বহন করে?
জাহাজ বিমা কয় বছর মেয়াদি হয়ে থাকে?
ভাড়া বা মাশুল বিমা কোন ধরনের বিমার আওতাধীন?
মালামাল বহনের জন্য পুরো জাহাজ বা জাহাজের অংশ বিশেষ ভাড়ার জন্য বিমা কোম্পানির সাথে যে লিখিত চুক্তি করা হয় তাকে কী বলে?
কোন ধরনের বিমায় একাধিক জাহাজ একই বিমার আওতায় করা হয়?
নৌ-বিমার বিষয়বস্তুর বহির্ভূত নিচের কোনটি?
বিভিন্ন ধরনের নৌ বিমাপত্রের মধ্যে পড়ে-
i. যাত্রার বিমাপত্র
ii. সময় বিমাপত্র
iii. মিশ্র বিমাপত্র
জাহাজের কাপ্তান বা কর্মচারিদের অবহেলার কারণে সংঘটিত হতে পারে-
i. পণ্যের ক্ষতি
ii. কর্মরত ব্যক্তির জীবনহানি
iii. কর্মরত ব্যক্তির শারীরিক ক্ষতি
জাহাজ বিমার দাবি আদায়ের ক্ষেত্রে যেসব দলিল জমা দিতে হয়, সেগুলো হলো-
i. চালান রসিদ
ii. চাটার পার্টি
iii. জরিপকারীর প্রতিবেদন
দুই ধরনের খোলা প্রতিরক্ষা পত্র হলো-
i. উন্মুক্ত কভার নোট
ii. উন্মুক্ত বিমা
iii. উন্মুক্ত বিমাপত্র
বিমা চুক্তির শর্ত পালিত না হলে নৌ বিমা চুক্তি কী হয়?