জনাব ক তার একটি সম্পদ তিনটি প্রতিষ্ঠানের কাছে বিমা করেন। এটি বিমার কোন নীতি?
মিসেস স্মৃতি জীবনবিমা চুক্তি সম্পাদনকালে কম প্রিমিয়ামের প্রদানের উদ্দেশ্য তার বয়স ২ বছর কম উল্লেখ করেছেন। তিনি বিমার কোন নীতি ভঙ্গ করেছেন?
সেবা নীতির ওপর বিমা ব্যবসায়ের-
i. চুক্তির শর্ত নির্ভর করে
ii. সফলতা নির্ভর করে
iii. প্রসারতা নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
বিমাকারী যে দায় বহন করে না-
i. বিমার মেয়াদপূর্তি না হলে
ii. বিমার বিষয়বস্তুর কোনো তথ্য গোপন করলে
iii. বিমাকৃত সম্পত্তির ক্ষতি না হলে
নিচের কোনটি বিমা চুক্তির বৈশিষ্ট্য?
বিমাচুক্তি কেমন হওয়া বাধ্যতামূলক?
বিমাচুক্তিতে কোনটির ভিত্তিতে বিমাকারী ক্ষতিপুরণ করে?
বিমাচুক্তি কোনটির মাধ্যমে সৃষ্টি হয়?
কোন ঝুঁকি বিমার অন্তর্ভুক্ত নয়?
কিসের ভিত্তিতে বিমাকারী বিমাগ্রহীতার দায়ভার নেয়?
কোনটির কারণে বিমাকারী বিমাগ্রহীতার সাথে জড়িত হয়?
কোনটির অভাবে বিমাচুক্তি বাতিল হয়?
বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার কোন স্বার্থ থাকে?
বিমার বিষয়বস্তুর ওপর বিমাগ্রহীতার আর্থিক স্বার্থকে কী বলা হয়?
বিমা চুক্তিকালে কোন বিষয়টি বিমা কোম্পানি অধিকতর গুরুত্বের সাথে দেখে?
বিমাপত্রে উল্লেখ থাকে-
i. চুক্তির লক্ষ্য
ii. চুক্তির বিষয়বস্তু
iii. চুক্তির শর্তাদি
বিমাচুক্তিতে-
i. একপক্ষ ঝুঁকি অর্পণ করে
ii. বিমাদাবি উভয়পক্ষ প্রত্যাশা করে
iii. অপরপক্ষ ঝুঁকি নেয়
বিমাচুক্তিতে কয়টি পক্ষ জড়িত?
বিমাকারী ও বিমাগ্রহীতা কোনটির কারণে পরস্পর দায়বদ্ধ থাকে?
কার সম্মতি ছাড়া বিমাচুক্তি সম্পাদন করা যায় না?