উদ্দীপকের চেকটি কোন ধরনের চেক?
উদ্দীপকে প্রদর্শিত চেকের ক্ষেত্রে -
i. জনাব জামিল এ চেককে দাগবিহীন চেকে রূপান্তর করতে পারেন।
ii. নির্দিষ্ট কোনো ব্যাংকে জামিল সাহেবের হিসাবে জমা দিয়ে টাকা উত্তোলন করা যাবে।
iii. এ চেকের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি করা যাবে।
নিচের কোনটি সঠিক?
'গারনিশি আদেশের পক্ষ কয়টি?
ব্যাংক যে সকল ক্ষেত্রে গ্রাহকের হিসাব বন্ধ করে তা হলো-
i. গ্রাহকের মৃত্যু হলে
ii. গ্রাহক পাগল হলে
iii. গ্রাহক হিসাব বন্ধ করার নোটিশ দিলে
বাংলাদেশে বিমা ব্যবসায়ের নিয়ন্ত্রক সংস্থা কোনটি?
৫০০ টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
জনাব হারুন তাঁর কর্মীদের জন্য কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন?
অন-লাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংক ব্যবস্থায় অধিকতর সুবিধাজনক?
ব্যাসেল-২ এর ভিত্তি (Pillar) কয়টি?
বাংলাদেশে বিদ্যমান বিমা ব্যবসায়ের সমস্যার সমাধান হচ্ছে -
i. বিমা ব্যবসায়ের আধুনিকীকরণ
ii. বিমা শিক্ষাকে সার্বজনীন করা
iii. অধিক শিল্প-কারখানা প্রতিষ্ঠা করা
এক্ষেত্রে ক, খ ও গ নামের ব্যাংকগুলো কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থার আওতাভুক্ত?
কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের নির্বাচনমূলক (Selective) পদ্ধতি কোনটি?
বিমাচুক্তির অপরিহার্য উপাদান হিসেবে কোনটি বিবেচিত হয়?
মন্ডল এন্টারপ্রাইজ অর্থায়নের কোন নীতি লঙ্ঘন করেছে?
মন্ডল এন্টারপ্রাইজের সংকট উত্তরণের তাৎক্ষণিক উপায় হলো-
উদ্দীপকের জনাব আব্দুর রহমান অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছেন?
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ব্যবসায়িক মূল্যবোধকে ব্যাহত করছে?
জনাব রবিন অর্থায়নের কোন লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন?
জনাব রবিনের অনুসৃত লক্ষ্যের সুবিধা হলো-
i. অর্থের সময়মূল্য বিবেচনা করা
ii. নগদ প্রবাহ বিবেচনা করা
iii. ঝুঁকি বিবেচনা করা
BD ফুড লি. এর মুনাফা বৃদ্ধির চেষ্টাকে কী বলে?