চলতি মাসে ডলারের দাম বেড়ে যাওয়ার সম্ভাব্য কারণ হতে পারে-
i. আমদানি বৃদ্ধি, রপ্তানি হ্রাস
ii. আমদানি হ্রাস, রপ্তানি বৃদ্ধি
iii. বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক্রয়ক্ষমতার তত্ত্ব অনুযায়ী-
i. দুটি দেশের পণ্যের দামের তুলনা করা হয়
ii. ভিত্তি বছর থাকে
iii. অবাধ বাণিজ্য বর্তমান
সাব্বির সাহেব আমদানি-রপ্তানি ব্যবসায় করেন। তিনি প্রাতিষ্ঠানিক কাজে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। অত্র ব্যবসায়ে তার প্রয়োজনীয় ঋণের দলিলগুলো হলো-
i. ব্যাংকের আজ্ঞাপত্র
ii. প্রত্যয়পত্র
iii. ভ্রমণকারীর চেক
বাংলাদেশের বৈদেশিক বিনিময় কার্যক্রম সরাসরি নিয়ন্ত্রণ করে কে?
ক্রয়ক্ষমতার সমতা তত্ত্বের জনক কে?
বাংলাদেশি মুদ্রা টাকাকে ভাসমান মুদ্রা ঘোষণা করা হয়েছে কত সালে?
প্রত্যয়পত্র ইস্যু করে কে?
প্রত্যয়পত্র কার পক্ষে ইস্যু করা হয়?
বারে বারে প্রত্যয়পত্র খোলার ঝামেলা থেকে অব্যাহতির জন্য কোন ধরনের প্রত্যয়পত্র ব্যবহৃত হয়?
রপ্তানিকারক তার অনুকূলে কোনটি পেলে পণ্য প্রেরণ করেন?
ব্যাংকিং এর ক্ষেত্রে M.T অর্থ কী?
একটা প্রত্যয়পত্রে সাধারণত কয়টি পক্ষ থাকে?
প্রত্যয়পত্র হলো এক ধরনের-
L.C.-এর পূর্ণরূপ কী?
বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা সাধারণত কোন ধরনের প্রত্যয়পত্র বেশি ব্যবহার করে?
নিচের কোনটি বিদেশে সহজেই জাতীয় কারেন্সিতে ভাঙ্গিয়ে নেওয়া যায়?
নিচের কোনটি অধিকতর স্বল্পমেয়াদি ঋণের দলিল?
নিচের কোন ঋণের দলিল বৈদেশিক বিনিময়ে অধিক ব্যবহৃত হয়?
নিচের কোন ঋণের দলিল বিদেশে অর্থসংস্থানে কাজে লাগে?
বর্তমানে বিদেশে যেয়ে অর্থসংস্থানে নিচের কোনটি অধিক ব্যবহৃত হয়?