যে বিষয়ের ওপর ভিত্তি করে পরিশোধ ভারসাম্য নীতি নির্ধারণ হয়, তা হলো-
i. দেনা-পাওনার উদ্বৃত্ত
ii. চাহিদা-উপযোগ
iii. চাহিদা-যোগান
নিচের কোনটি সঠিক?
ক্রয়ক্ষমতার তত্ত্ব অনুযায়ী-
i. দুটি দেশের পণ্যের দামের তুলনা করা হয়
ii. ভিত্তি বছর থাকে
iii. অবাধ বাণিজ্য বর্তমান
কোন ঋণ ব্যাংকের লিখিত একটি প্রতিশ্রুতি?
হস্তান্তর অযোগ্য দলিল কোনটি?
কোনটি অবাণিজ্যিক ব্যাংক ঋণের দলিল হিসেবে বিবেচিত হয়?
ব্যাংক আমদানিকারকের দেনা পরিশোধ করে কোন দলিলের মাধ্যমে?
আমদানিকারক বিলের টাকা দিতে অসমর্থ হলে রপ্তানিকারককে টাকা দিতে বাধ্য থাকবে কে?
কোনটির সাথে একটি নিদর্শনপত্র বা প্রচারপত্র যুক্ত থাকে?
কোনটি বাণিজ্যিক ঋণের দলিল?
ঋণের জামানত হিসেবে কোনটি নেওয়া যায়?
নগদ টাকার বিকল্প হিসেবে কোনটি ব্যবহার করা যায়?
প্রত্যয়পত্র কী?
একটা প্রত্যয়পত্রে সাধারণত কয়টি পক্ষ থাকে?
মিসেস তমা বছরে বেশ কয়েকবার বিদেশ ভ্রমণ করেন। তবে বছর শেষে বিদেশে ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে অর্থ বহনের বিকল্প উপায় হিসেবে নিতে পারেন-
i. বৈদেশিক বিনিময় বিল
ii. ভ্রমণকারীর চেক
iii. আন্তর্জাতিক ক্রেডিট কার্ড
প্রত্যয়পত্রের বৈশিষ্ট্য হলো-
i. বৈদেশিক বাণিজ্যে ব্যবহার
ii. হস্তান্তরযোগ্য
iii. জামানতযোগ্য
কোন ইলেকট্রনিক ব্যাংকিং সেবায় গ্রাহক নিজেই ফান্ড ট্রান্সফার করতে পারে?
অনলাইন ব্যাংকিং সুবিধা নিচের কোনটির ব্যবহার হ্রাস করেছে?
নিচের কোনটির মাধ্যমে ধারে পণ্যদ্রব্য ও সেবা ক্রয় করা যায়?
নিচের কোনটি ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সুবিধা বহির্ভূত?
অনলাইন ব্যাংকিং নিচের কোন উপকরণের প্রয়োজন কমিয়েছে?