ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় ব্যবহার হতে পারে-
i. মোবাইল
ii. কম্পিউটার
iii. ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
একজন ব্যবসায়ীর জন্য বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অর্থসংকট দূরীকরণে উপযোগী হলো-
i. ক্রেডিট কার্ড
ii. ভ্রমণকারীর চেক
iii. ভ্রমণকারীর প্রত্যয়নপত্র
ডেবিট কার্ড অথবা ATM কার্ড ব্যবহারকারীদের ব্যাংক হিসাব থাকতে হয়-
i. চলতি হিসাব
ii. স্থায়ী হিসাব
iii. সঞ্চয়ী হিসাব
ডেবিট কার্ড অপেক্ষা ক্রেডিট কার্ড উত্তম কারণ-
i. এতে ঋণ সুবিধা আছে
ii. পণ্য ও সেবা কেনার সুবিধা আছে
iii. ফান্ড ট্রান্সফারের সুবিধা আছে
এসএমএস ব্যাংকিং এর সুবিধাসমূহ হলো-
i. লেনদেন সতর্কতা প্রদান
ii. উদ্বৃত্তের পরিমাণ জানা
iii. ক্ষুদ্র হিসাব বিবরণী প্রদান
মোনালী একটি অভিজাত মার্কেটে থ্রি-পিস কিনতে গেল। কিন্তু থ্রি- পিস কেনার জন্য যথেষ্ট পরিমাণ নগদ টাকা না থাকায় সে কার্ড দ্বারা তার একাউন্ট থেকে টাকা উত্তোলন করে থ্রি-পিস ক্রয় করল।
মোনালী কোন ধরনের কার্ড ব্যবহার করল?
বিশ্বে বর্তমানে প্রচলিত ক্রেডিট কার্ড হলো-
i. PayPal
ii. American Express
iii. VISA Card
ডেবিট কার্ডের সুবিধা হলো
i. ২৪ ঘণ্টা ব্যবহার
ii. ঋণ সুবিধা
iii. পণ্য ও সেবা ক্রয়ে ব্যবহার
টেলি ব্যাংকিং-এর সুবিধাসমূহ হলো-
i. ব্যালেন্স জানানো
ii. পণ্য বা সেবা সংক্রান্ত তথ্য দেওয়া
iii. ক্রেডিট কার্ড সক্রিয় করা