ঋণের জামানতের অন্তর্ভুক্ত হলো-
i. ব্যক্তিক জামানত
ii. অব্যক্তিক জামানত
iii. প্রতিস্থাপিত জামানত
নিচের কোনটি সঠিক?
অব্যক্তিক জামানতের উদাহরণ হলো-
i. মূল্যবান অলঙ্কারাদি
ii. দালানকোঠা
iii. জমি
অব্যক্তিক জামানত গ্রহণকালে ব্যাংক জামানতের ক্ষেত্রে পরীক্ষা করে-
i. জামানতের মালিকানা স্বত্ব
ii. জামানতের হস্তান্তরযোগ্যতা
iii. জামানতের বিক্রয়যোগ্যতা
পূর্বস্বত্ব বা লিয়েনের অন্তর্ভুক্ত হলো-
i. নির্দিষ্ট লিয়েন
ii. সাধারণ লিয়েন
iii. ব্যাংকার্স লিয়েন
ব্যাংক দখলবিহীন বন্ধকের সুবিধা দেয়-
i. আত্মাভাজন গ্রাহকদের
ii. জামানতকারীদের
iii. সচ্ছল ও নিয়মিত গ্রাহকদের
রূপালী ব্যাংক কর্তৃক প্রত্যয়পত্র ইস্যুতে উপকৃত হয়-
i. রপ্তানিকারক
ii. আমদানিকারক
iii. সরকার
ঢাকা শহরে ব্যবসায়িক লেনদেনে নগদ অর্থ বহনে ঝুঁকি বিরাজ করে। এক্ষেত্রে চেক নিরাপত্তা বিধানে বেশি জনপ্রিয়। এ জনপ্রিয়তার কারণ হলো-
i. লেনদেনে ঝুঁকি কমায়
ii. বিনিময়ের সহজ মাধ্যম
iii. বহনে সুবিধা
মি. মোস্তাফিজ বৈদেশিক বাণিজ্যের সাথে সম্পর্কিত। হস্তান্তরযোগ্য দলিলের মাধ্যমে তিনি লেনদেন সম্পন্ন করেন। এক্ষেত্রে মূল্য পাওয়ার নিশ্চয়তার প্রতীক হলো-
i. প্রত্যয়পত্র
ii. হুন্ডি
iii. বিনিময় বিল
I owe you সম্পর্কত যথার্থ উক্তি হলো-
i. আমি আপনার কাছে ঋণী
ii. অহস্তান্তরযোগ্য ঋণের দলিল
iii.. ঋণ নেওয়ার স্বীকারোক্তি