কোম্পানির হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকে জমা দিতে হয়-
i. ট্রেড লাইসেন্স
ii. হিসাব খোলা বিষয়ক সিদ্ধান্তের কপি
iii. মনোনয়ন কলামে উল্লেখ ব্যক্তির ছবি
নিচের কোনটি সঠিক?
ব্যক্তি হিসাব খুলতে প্রয়োজন পড়ে-
i. পাসপোর্ট সাইজের ছবি
ii. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
iii. উত্তরাধিকারীদের ছবি
একজন গ্রাহকের নিকট ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য হলো-
i. ব্যাংকের অবস্থান
ii. লেনদেনের প্রকৃতি
iii. ব্যাংকিং সেবা সুবিধা
ব্যাংক হিসাব খুলে একজন গ্রাহক যে সকল সুবিধা পেতে পারে তা হলো-
i. অর্থের নিরাপদ সংরক্ষণ
ii. অধিক মুনাফা
iii. ঝুঁকিবিহীন লেনদেন
নমুনা স্বাক্ষর কার্ডের অন্তর্ভুক্ত বিষয় হলো-
i. হিসাবের শিরোনাম
ii. স্বাক্ষরকারীর নাম
iii. নমুনা দস্তখত
ব্যাংক পাস বইতে যেসব বিষয় থাকে-
i. গ্রাহকের নাম ও হিসাব নম্বর
ii. গ্রাহকের ও মনোনীত ব্যক্তির ছবি
iii. হিসাবের সমাপনী জের
সঞ্চয়ী হিসাবের বৈশিষ্ট্য হলো-
i. দিনে যতবার ইচ্ছা টাকা জমা দেয়া যায়
ii. দিনে যতবার ইচ্ছা টাকা উঠানো যায়
iii. স্থির আয়ের লোকদের জন্য এরূপ হিসাব উত্তম
চলতি হিসাবের বৈশিষ্ট্য হলো-
i. দিনে যতবার খুশি টাকা উত্তোলন করা যায়
ii. জমাতিরিক্ত ঋণ সুবিধা পাওয়া যায়
iii. এ হিসাবে কোনো সুদ দেওয়া হয় না
স্থায়ী হিসাবের সুবিধা হলো-
i. এই হিসাবের পরিচালনা খরচ কম
ii. এই হিসাবের অর্থ ব্যাংক স্বচ্ছন্দে ঋণ দিতে পারে
iii. এই হিসাব থেকে গ্রাহক বেশি আয় করতে পারে
চলতি ও সঞ্চয়ী হিসাবের মধ্যে যে মিল রয়েছে তা হলো-
i. দিনে যতবার খুশী টাকা জমা দেয়া যায়
ii. দিনে যতবার খুশী টাকা উত্তোলন করা যায়
iii. ব্যাংক উভয় ক্ষেত্রেই চেক বই ইস্যু করে
সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মধ্যে যে মিল রয়েছে, তা হলো-
i. উভয় ক্ষেত্রেই চেক বই সরবরাহ করা হয়
ii. উভয় গ্রাহকই সুদ বা লাভ পায়
iii. উভয় ক্ষেত্রেই অর্থ উত্তোলনে বাধ্যবাধকতা রয়েছে
ব্যাংক যে সকল ক্ষেত্রে গ্রাহকের হিসাব বন্ধ করে তা হলো-
i. গ্রাহকের মৃত্যু হলে
ii. গ্রাহক পাগল হলে
iii. গ্রাহক হিসাব বন্ধ করার নোটশ দিলে
একজন বড় ব্যবসায়ী হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংক বাছাইয়ে যেসব বিষয় বিবেচনা করেন, তা হলো-
i. ব্যাংকের তালিকাভুক্তি
ii. খঋণ সুবিধা
iii: আমানত প্রকল্প
জনাব মাহিন তার ব্যাংক হিসাবটি বন্ধ করতে চায়। এক্ষেত্রে তাকে ব্যাংকে জমা দিতে হবে-
i. পাস বই
ii. চেক বই
iii. টাকা জমার রশিদ