আবেদনকারী একক ব্যক্তি হলে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে-
i. পাসপোর্ট সাইজের ছবি
ii. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
iii. চেক বই
নিচের কোনটি সঠিক?
জনাব রতন ব্যবসায় করেন। ব্যবসায়ের প্রয়োজনে তিনি ব্যাংকে একটি চলতি হিসাব খোলেন। এক্ষেত্রে জনাব রতনের করণীয় হলো-
i. চেক বই সংগ্রহ
ii. প্রাথমিক জমাদান
iii. স্থায়ী আমানতের রসিদ সংগ্রহ
সমবায় সমিতির হিসাব খোলার ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলগুলো হলো-
i. ট্রেড লাইসেন্স
ii. সমবায়ের উপবিধি
iii. সদস্যদের নামের তালিকা
ব্যাংক কর্মকর্তা কর্তৃক প্রদত্ত কাগজে উল্লেখ করতে হবে-
i. আমানতকারীর নাম
ii. তারিখ
iii. হিসাব নম্বর
বাহক চেক হতে পারে-
i. কোনো প্রকার অনুমোদন ছাড়াই হস্তান্তরিত
ii. তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ
iii. শুধু প্রাপকের নাম উল্লেখের মাধ্যমে
দাগকাটা চেক হতে পারে-
i. সাধারণ
ii. আংশিক
iii. বিশেষ