বিমা ব্যবসায়ের উৎপত্তির ধারাবাহিকতা হলো-
প্রতিষ্ঠানটির জন্য কোন হিসাবটি উপযোগী?
ব্যাংক হিসাব খোলার জন্য প্রতিষ্ঠানটির প্রয়োজন—
i. চুক্তিপত্র
ii. ট্রেড লাইসেন্স
iii. স্মারকলিপি
নিচের কোনটি সঠিক?
মানি ল্যান্ডারিং ও অবৈধ লেনদেন বন্ধের জন্য হিসাব খোলার সময় ব্যাংক কর্তৃক সরবরাহকৃত যে ফরমটি গ্রাহককে বাধতামূলকভাবে পূরণ করতে হয়, সেটি হচ্ছে—
ই-ব্যাংকিং-এর সুবিধা হলো-
i. অর্থ স্থানান্তর
ii. বিল পরিশোধ
iii. ব্যয় হ্রাস
আদেষ্টা চেকের উল্টো পিঠে কোনো কিছু না লিখে শুধু তার স্বাক্ষর প্রদান করলে সেটি হবে—
বিনিময় বিলের পক্ষসমূহ হচ্ছে—
i. আদেষ্টা
ii. আদিষ্ট
iii. আমানতদার
PIN এর পূর্ণরূপ হচ্ছে—
ইলেকট্রোনিক ব্যাংকিং এর ক্ষেত্রে যে সকল উপকরণের ব্যবহার গ্রাহকের লেনদেনকে সহজ ও গতিময় করেছে?
i. আইডি কার্ড
ii. ডেবিট কার্ড
iii. ক্রেডিট কার্ড
মি. X কোন ধরনের জীবন বিমা পলিসি গ্রহণ করেছেন?
মি. X কে তুলনামূলক কম পরিমাণ প্রিমিয়াম দিতে হয়েছে, কারণ—
i. শুধু মারা গেলে বিমাদাবি প্রদান করা হয়ii. স্বল্প সময়ের জন্য বিমা পলিসি গ্রহণ করেছেন
iii. এ ধরনের বিমা পলিসির ক্ষেত্রে মারা না গেলে নবায়ন করা যায়
কোন নীতির কারণে বিমা কোম্পানি চুক্তি সম্পাদনে অপারগতা প্রকাশ করে?
হাঁসমুরগির খামারটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে উদ্ভূত ঝুঁকিগুলো হচ্ছে-
i. আর্থিক ঝুঁকি
ii. বিমাযোগ্য ঝুঁকি
iii. অনার্থিক ঝুঁকি
জীবন বিমা চুক্তির অপরিহার্য উপাদান কোনটি?
কোন ধরনের ব্যাংক হিসাবে গ্রাহককে চেক বই প্রদান করা হয় কিন্তু অর্থ উত্তোলনের ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে -
সুরমা ইনসুরেন্স লি: বিমা গ্রহীতাদের মাঝে কী বণ্টন করে?
জনাব সুমনের প্রাপ্ত অর্থ নির্ণয় বিবেচ্য বিষয়সমূহ—
i. প্রাথমিক খরচের পরিমাণ
ii. সমর্পণ খরচের পরিমাণ
iii. প্রকৃত মৃত্যুহার নির্বাচন করা
জীবন বিমার বৈশিষ্ট্য কোনটি?
জনাব মনির কর্তৃক ব্যবহৃত কার্ডটি হলো-
ব্যাংক অব ইংল্যান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়?