কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য হলো-
i. একক ব্যাংক
ii. মুনাফা অর্জন
iii. অন্যান্য ব্যাংকের ব্যাংকার
নিচের কোনটি সঠিক?
কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলি হলো-
i. মুদ্রাবাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ
ii. বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ
iii. নিকাশ ঘরের কার্যক্রম পরিচালনা
কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত না হওয়ায় কোনো ব্যাংক যে সমস্যায় পড়তে পারে তা হলো-
i. কেন্দ্রীয় ব্যাংক ঋণ সুবিধা পায় না
ii. নিকাশ ঘরের সুবিধা পায় না
iii. জনগণের আস্থা হারায়
বাংলাদেশ ব্যাংক নোট ইস্যুর ক্ষেত্রে সম্পত্তি হিসেবে সংরক্ষণ করে-
i. স্বর্ণ
ii. রৌপ্য
iii. বৈদেশিক মুদ্রা
মুদ্রাবাজারে ঋণের পরিমাণ বাড়ে-
i. ব্যাংক হার কমলে
ii. খোলাবাজার থেকে বন্ড বা সিকিউরিটি কিনলে
iii. জমার হার বাড়িয়ে দিলে
ঋণ নিয়ন্ত্রণে নৈতিক প্ররোচনা হচ্ছে-
i. সংখ্যাত্মক পদ্ধতি
ii. গুণগত পদ্ধতি
iii. নির্বাচনমূলক পদ্ধতি
মূলধন বাজেটিং প্রকল্প মূল্যায়ন পদ্ধতিগুলো হলো-
i. গড় মুনাফার হার
ii. পে-ব্যাক সময়
iii. নিট বর্তমান মূল্য
গড় মুনাফা হার পদ্ধতির সীমাবদ্ধতা হলো-
i. নগদ প্রবাহ বিবেচনা করে না
ii. অর্থের সময়মূল্য বিবেচনা করে না
iii. নির্ণয় করা বেশ জটিল
গড় মুনাফা হার পদ্ধতির সুবিধা হলো-
i. সহজে নির্ণয় করা যায়
ii. আর্থিক বিবরণী থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়
iii. অর্থের সময়মূল্য বিবেচনা করা হয়
পে-ব্যাক সময় পদ্ধতির সীমাবদ্ধতা হলো-
i. লাভের হার জানা যায় না
ii. 'পে-ব্যাক সময়ের বাইরের নগদ প্রবাহ বিবেচনা করা হয়
iii. অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় না
আন্তঃআয় হার পদ্ধতির সীমাবদ্ধতা হলো-
i. নির্ণয় করা বেশ জটিল
ii. একাধিক আন্তঃআয় হারের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা সহজ
iii. সহজে ব্যবহার করা যায় না
আন্তঃআয় হার পদ্ধতির সুবিধা হলো-
i. নগদ প্রবাহকে বিবেচনা করা হয়
ii. অর্থের সময়মূল্যকে বিবেচনা করা হয়
iii. ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না
নিট বর্তমান মূল্য পদ্ধতির সুবিধাবলি হলো-
i. অর্থের সময়মূল্য বিবেচনা করা হয়
ii. সম্পত্তির ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয়
iii. বাট্টার হার পরিবর্তিত হলেও সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়
পে-ব্যাক সময় পদ্ধতির সুবিধা হলো-
i. নগদ প্রবাহ বিবেচনা করে
ii. কত দ্রুত বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া যায় তা বিবেচনা করা হয়