কোনটি জামানতযুক্ত অর্থায়ন?
কোনটি স্থির ব্যয়?
মধ্যমেয়াদি অর্থায়নের উৎস নিচের কোনটি?
আলিফ কোম্পানি মিম কোম্পানির নিকট হতে ধারে পণ্য সংগ্রহ করে বিক্রি করে। আলিফ কোং কোন ধরনের ঋণের মাধ্যমে কাঁচামাল ক্রয় করেছে?
জীবন কোম্পানি লি. পরিবর্তনশীল চলতি সম্পদের ১০০% এবং স্থায়ী চলতি সম্পদের ৬০% স্বল্পমেয়াদি উৎস হতে সংগ্রহ করে। স্থায়ী সম্পদের সম্পূর্ণ এবং স্থায়ী চলতি সম্পদের অংশবিশেষ দীর্ঘমেয়াদি উৎস হতে অর্থায়ন করে। ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে এ প্রতিষ্ঠান কোন নীতি অনুসরণ করে?
স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ হতে পারে-
i. ঋণ রেখা
ii. ঘূর্ণায়মান ঋণ
iii. লেনদেন ঋণ/জমাতিরিক্ত
নিচের কোনটি সঠিক?
স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস হলো-
i. বন্ড ইস্যু
ii. ব্যবসায় ঋণ
iii. ক্রেতার নিকট হতে অগ্রিম
মধ্যমেয়াদি অর্থায়নের ব্যবহারকারী-
i. বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান
ii. সেবামূলক প্রতিষ্ঠান
iii. উৎপাদনকারী
স্বল্পমেয়াদি জামানতবিহীন ঋণের ব্যয় নির্ভর করে-
i. মুদ্রাবাজারের অবস্থার ওপর
ii. ঋণের চাহিদা ও সরবরাহের ওপর
iii. মূলধন বাজারের অবস্থার ওপর
চলতি মূলধন প্রয়োজন হয়-
i. কাঁচামাল ক্রয়ে
ii. মজুরি প্রদানে
iii. ভাড়া প্রদানে
ব্যবসায় ঋণ হচ্ছে-
i. সুদমুক্ত ঋণ
ii. জামানতের ঝামেলামুক্ত
iii. আনুষ্ঠানিকতাবিহীন
উৎপাদন সময় হ্রাস পেলে-
i. নগদ চক্র হ্রাস পাবে
ii. নগদ আবর্তন হ্রাস পাবে
iii. ন্যূনতম নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে
চলতি সম্পদে বিনিয়োেগ অপর্যাপ্ত হলে-
i. তারল্য বৃদ্ধি পায়
ii. উৎপাদন বিঘ্নিত হয়
iii. দেউলিয়াত্ব ঝুঁকি বৃদ্ধি পায়
বিনিময় বিল অবশ্যই-
i. লিখিত হতে হবে
ii. নির্দিষ্ট ব্যাংক কর্তৃক অনুমোদিত
iii. প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত হবে
iii. ঘূর্ণায়মান ঋণ
স্বল্পমেয়াদি অর্থায়নের সুবিধা হলো-
i. জামানতবিহীন
ii. সহজ নিয়ন্ত্রণ
iii. নবায়নযোগ্য
ব্যবসায়ে ঋণের খরচ বহন করে-
i. ক্রেতা
ii. ভোক্তা
iii. বিক্রেতা
'৩/১০, নিট ৩০” শর্তের ক্ষেত্রে-
i. বাট্টার সময় ১০ দিন
ii. নগদ বাট্টার হার ৩%
iii. ঋণের মেয়াদ ৩০ দিন
ব্যবসায়ের জীবনীশক্তি নিচের কোনটি?
কাঁচামাল ক্রয়ে কোন মেয়াদের অর্থায়ন প্রয়োজন?